Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: মুম্বইয়ের সঙ্গে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, বেঙ্গালুরুকে মাত...

আইএসএল ২০২৪-২৫: মুম্বইয়ের সঙ্গে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, বেঙ্গালুরুকে মাত করল পঞ্জাব  

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ০ মুম্বই সিটি এফসি: ০

পঞ্জাব এফসি: ৩ (সুলজিচ, মার্জলিয়াক, মাজসেন) বেঙ্গালুরু এফসি: ২ (মেন্ডেজ, ভেকে)

খবরঅনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ টেবিলে উপরের দিকে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে ম্যাচ ড্র রেখে এক পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। এ দিনের ম্যাচের পরে তারা লিগ টেবিলে এক ধাপ উঠে এল। ও দিকে দিল্লিতে ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেঙ্গালুরু এফসিকে ৩-২ গোলে হারাল পঞ্জাব এফসি।     

ইস্টবেঙ্গল-মুম্বই গোলশূন্য

মুম্বই সিটি এফসি-র কাছ থেকে তাদেরই ঘরের মাঠে ১ পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি। এ দিনের ইস্টবেঙ্গলকে কিছুটা অচেনাই লাগল। বেশ আক্রমণাত্মক। চোটের ফলে তিন বিদেশিকে খেলিয়ে ইস্টবেঙ্গল গোল করার বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। দলের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসের দু’টি শট পোস্টে লেগে ফিরে যায়। এ ছাড়াও তিনি আরও কিছু সুযোগ পেয়েছিলেন তবে কাজে লাগাতে পারেননি।

বেঙ্গালুরুর কাছ থেকে জয় ছিনিয়ে নিল পঞ্জাব

শনিবার দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেঙ্গালুরুকে ৩-২ গোলে হারাল পঞ্জাব। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এডগার মেন্ডেজের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। কিন্তু বেশি ক্ষণ পিছিয়ে থাকেনি পঞ্জাব। ম্যাচের ৫৫ মিনিটে আসমির সুলজিচের গোলে সমতা ফেরায় তারা।

জয়ের পরে পঞ্জাব। ছবি Indian Super League ‘X’ থেকে নেওয়া।

এ বার পঞ্জাবেরই গোল করার পালা। ম্যাচের ৭৯ মিনিটে ফিলিপ মার্জলিয়াকের গোলে এগিয়ে যায় পঞ্জাব (২-১)। ম্যাচ নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। সবাই যখন ভাবতে শুরু করেছেন ম্যাচ পঞ্জাব জিতে গিয়েছে ঠিক সেই সময়ে রাহুল ভেকের গোলে ম্যাচে সমতা ফেরাল বেঙ্গালুরু। কিন্তু পিকচার তখনও বাকি ছিল। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল পেয়ে গেল পঞ্জাব। লুকা মাজসেনের গোলে তারা বেঙ্গালুরুর কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিল ৩-২ গোলে।    

লিগ টেবিলে কে কোথায়

এ দিনের ম্যাচের পর মোহনবাগান ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষ স্থানেই থাকল। আর মহমেডান এসসি ১৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের একেবারে নীচেই থাকল। মুম্বই সিটি এসসির কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ইস্টবেঙ্গল উঠে এল দশম স্থানে। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট ঝুলিতে ভরে মুম্বই সিটি এসসি থাকল ষষ্ঠ স্থানে। শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ জিতে পঞ্জাবের ১৭ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট এল। তারা থাকল নবম স্থানে। আর বেঙ্গালুরু ১৯ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে থাকল পঞ্চম স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।