Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: জুড বেলিংহ্যামের গোলে সার্বিয়ার বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড  

ইউরো কাপ ২০২৪: জুড বেলিংহ্যামের গোলে সার্বিয়ার বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড  

প্রকাশিত

ইংল্যান্ড: ১ (জুড বেলিংহ্যাম) সার্বিয়া: ০

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘সি’-র খেলায় সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটের মাথায় জুড বেলিংহ্যাম জয়সূচক গোলটি করেন।

১৯৬৬-এর বিশ্বকাপ জেতার পর আর কোনো বড়ো টুর্নামেন্টের ট্রফি ইংল্যান্ড তার ঝুলিতে ভরতে পারেনি। এবারের ইউরো কাপ জেতার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে ইংল্যান্ডকে। রবিবার রাতে গেলসেনকিরখেনের আরেনা আউফশালকে-তে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড কোনোরকমে ১-০ গোলে হারাল সার্বিয়াকে।

ম্যাচের শুরু থেকেই খেলার ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। ম্যাচের ৫ মিনিটেই গোলের সুযোগ পায় তারা। তবে সার্বিয়ার গোলের সামনে থাকা সত্ত্বেও জুড বেলিংহ্যামের কাছ থেকে পাওয়া পাস কাজে লাগাতে পারেনি ফিল ফোডেন।

বেলিংহ্যামের গোল

১৩ মিনিটের মাথায় বেলিংহ্যামই এগিয়ে দেন ইংল্যান্ডকে। কাইল ওয়াকার বল বাড়ান বুকায়ো সাকাকে। সাকা ডান দিক ধরে উঠে গিয়ে মাঝমাঠ ক্রস করে হ্যারি কেনের উদ্দেশে বল ভাসিয়ে দেন। কেন বল না পেলেও পেয়ে যান বেলিংহ্যাম। সার্বিয়ার রক্ষণভাগের একজন খেলোয়াড়কে টপকে সাকার পা থেকে উড়ে আসা বলে হেড দিয়ে সার্বিয়ার গোলে পাঠিয়ে দেন বেলিংহ্যাম। এই নিয়ে এই মরশুমে নিজের ক্লাব রেয়াল মাদ্রিদ এবং নিজের দেশ ইংল্যান্ডের হয়ে ৪০টি ক্ষেত্রে বেলিংহ্যাম হয় গোল করলেন না হয় গোল করায় সহযোগিতা করেছেন। এ ব্যাপারে তাঁর আগে একমাত্র রয়েছেন হ্যারি কেন। তিনি ৫৮টি ক্ষেত্রে এই কাজ করেছেন।

এর পর দু’ পক্ষই ম্যাচের দুই অর্ধেই গোল করার সহজ সুযোগ নষ্ট করেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টির জন্য আবেদন করেছিল সার্বিয়া। কিন্তু রেফারি তাতে কান দেননি। শেষ পর্যন্ত বেলিংহ্যামের গোলেই ম্যাচের জয়-পরাজয় নিষ্পত্তি হয়।

বেলিংহ্যামের রেকর্ড

এই গোল করে কিন্তু জুড বেলিংহ্যাম ঢুকে গেলেন রেকর্ড বইয়ে। বেলিংহ্যাম প্রথম ইউরোপীয় ফুটবলার যিনি ২১ বছর হওয়ার আগেই ৩টি বড়ো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেললেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর অভিষেক ইউরো কাপ ২০২০-তে। এর পর তিনি খেলেছেন ২০২২-এর বিশ্বকাপ ফুটবলে। আর এখন খেলছেন ২০২৪-এর ইউরো কাপে। আজ সোমবার ১৭ জুন তাঁর বয়স ২০ বছর ৩৫৩ দিন।

সার্বিয়ার বিরুদ্ধে গোল করে এবারের ইউরো কাপে ইংল্যান্ডের গোলের সূচনা করলেন বেলিংহ্যাম। ২০২২-এর বিশ্বকাপ ফুটবলেও ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেছিলেন এই জুড বেলিংহ্যাম। 

আরও পড়ুন   

ইউরো কাপ ২০২৪: তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়া এরিকসেনের গোল ডেনমার্ককে জয় এনে দিতে পারল না      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।