Homeখেলাধুলোফুটবলভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস,...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস, আর কী পরিবর্তন?     

প্রকাশিত

কেনিংটন ওভাল: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই বোঝা গিয়েছিল। সে দিন ভারত ৬৩ ওভার ব্যাট করেছিল, কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক এবং বোলিং আক্রমণের কান্ডারি বেন স্টোকস এক ওভারও বল করেননি। পঞ্চম তথা শেষ দিন সকালেই বল করতে আসেন স্টোকস। ১১ ওভার বল করেন। তারই মধ্যে তুলে নেন কে এল রাহুলকে। কিন্তু বল করতে গিয়ে স্টোকসের যে একটা অস্বস্তি হচ্ছে, তা বোঝা যাচ্ছিল। কয়েক ওভার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোচ্ছিলেন তিনি।

বোঝা গেল, ডান কাঁধের চোট গুরুতরই। তাই শেষ টেস্ট থেকে সরে যেতে বাধ্য হলেন। এ খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড দলের তরফ থেকে। ওভাল টেস্টে ইংল্যান্ড দলে আরও তিনটি পরিবর্তন করেছে তারা। খেলতে পারবেন না জোফ্রা আর্চারও। বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। স্টোকসের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওলি পোপ।

শেষ টেস্টে দল থেকে বাদ পড়ে হতাশ স্টোকস। বলেছেন, ‘‘আমি অবশ্যই হতাশ। ডান কাঁধের হাড়ে ভাল চিড় ধরেছে। যা অবস্থা খেললে অনেক বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে।” ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর ওভাল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। সিরিজ দখল করতে হলে এই টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। আর সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতও আপ্রাণ লড়ে যাবে। এই সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্সে অলরাউন্ডার স্টোকসের অবদান সবচেয়ে বেশি। তাই অনুপস্থিতি ইংল্যান্ডের কাছে একটা বড়ো ধাক্কা।    

ইংল্যান্ড দলে এসেছেন তরুণ ব্যাটার জেকব বেথেল। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়। অভিষেক ম্যাচেই ৩৭ বলে ৫০ রান করে নট আউট থাকেন। আরও এসেছেন এই সিরিজে প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং। সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। গত মে মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান। নেওয়া হয়েছে ডানহাতি পেসার জেমি ওভার্টনকে। এটি তাঁর দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ়াক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন এবং জশ টং।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।