ইংল্যান্ড: ১ (হ্যারি কেন) ডেনমার্ক: ১ (মর্টেন জুলমান্ড)
খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে গোল পেলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। সেই গোলে এগিয়ে থাকলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারল না ইংল্যান্ড। ১৬ মিনিট পরেই গোল শোধ করে দিল ডেনমার্ক। বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টের ডয়েচ বাঙ্ক পার্কে আয়োজিত ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
যদিও ম্যাচের ১৮ মিনিটে হ্যারি কেনের গোলের মাধ্যমে ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে যায়, তাদের খেলার মধ্যে আক্রমণের তেমন ঝাঁঝ ছিল না। তারা অনেক রক্ষণাত্মক খেলা খেলতে থাকে যার ফলও পেয়ে যায় ম্যাচের ৩৪ মিনিটে। ২৫ গজ দূর থেকে ডেনমার্কের মিডফিল্ডার মর্টেন জুলমান্ডের দুর্দান্ত শটে পরাস্ত হন ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড।
এর পর দুটি দলই গোল করার সুযোগ পায়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের ৫৬ মিনিটে ইংল্যান্ডের সাকা ২৫ গজ দূর থেকে যে শট নেন তাতে পা লাগিয়ে গোল করার চেষ্টা করেন ফোডেন। কিন্তু তাঁর শট কাছের পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৭৩ মিনিটে ডেনমার্কের পিয়ারে এমিলে হোজবার্গ যে শট নেন তা কোনোরকমে বাঁচান পিকফোর্ড।
ম্যাচের ৮৪ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ডেনমার্কের ক্রিস্টেনসেন। কর্নার কিক থেকে পাওয়া বল গোলের ছ’ গজ দূর থেকে বারের উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। ১ মিনিট পরেই গোল করার আবার সুযোগ পান ডেনমার্কের হোজবার্গ। কিন্তু তাঁর শট ইংল্যান্ডের গোলপোস্টের কিছুটা দূর দিয়ে বেরিয়ে যায়। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন পিয়ারে এমিলে হোজবার্গ।
গ্রুপ ‘সি’-র শীর্ষে ইংল্যান্ড
গ্রুপ ‘সি’-র এখন যা অবস্থা তাতে সকলের কাছেই শেষ ১৬-য় যাওয়ার পথ খোলা রয়েছে। তবে এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তারা ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ডেনমার্ক এবং স্লোভেনিয়ার অবস্থা একই রকম, উভয়েই ২টি ম্যাচ থেকে ২টি করে পয়েন্ট সংগ্রহ করেছে। এবং সার্বিয়া সংগ্রহ করেছে ২টি ম্যাচ থেকে ১টি পয়েন্ট। ২৬ জুন সোমবার ফয়সালা হয়ে যাবে কারা যাচ্ছে শেষ ১৬-য়। সেদিন ইংল্যান্ড মুখোমুখি হবে স্লোভেনিয়ার এবং ডেনমার্ক মুখোমুখি হবে সার্বিয়ার।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: স্লোভেনিয়ার আশায় জল ঢেলে ম্যাচ ড্র করল সার্বিয়া