Home খবর দেশ ‘বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগ’, শ্রীনগরে বললেন মোদী, তুললেন সেলফিও

‘বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগ’, শ্রীনগরে বললেন মোদী, তুললেন সেলফিও

'বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগ', শ্রীনগরে বললেন মোদী

শ্রীনগর: শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও বহু মানুষ প্রায় ৩০ মিনিট ধরে যোগাসন করেন। মোদী তাঁর বক্তব্যে যোগাসনের ইতিবাচক দিকগুলি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এর তাৎপর্য তুলে ধরেন।

শ্রীনগরে মোদী বলেন, “আমরা দশম যোগ দিবস পালন করতে চলেছি। আমি সকলের কাছে অনুরোধ রাখছি যে, যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন শক্তি বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের সহায়ক হয়। আমি খুশি যে, এই বছর শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি।” শ্রীনগরকে তিনি ‘যোগ এবং সাধনার ভূমি’ বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মোদী যোগাসন নিয়ে বিশ্বের ধারণার পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, “গত ১০ বছরে যোগাসন নিয়ে ধারণা বদলে গিয়েছে। আজ বিশ্বে যোগাসন নতুন অর্থনীতির জন্ম দিয়েছে। ভারতে, হৃষীকেশ, কাশী থেকে কেরল— আমরা দেখছি যোগাসনকেন্দ্রিক পর্যটন। বিদেশের পর্যটকেরা যোগাসনের অভিজ্ঞতা নিতে ভারতে আসছেন। এই উন্নতির কারণে যুব সম্প্রদায়ের কাছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।”

মোদী উদাহরণ তুলে ধরে জানান, ফ্রান্সের ১০১ বছর বয়সী যোগাসন প্রশিক্ষককে ভারত পদ্মশ্রী সম্মান দিয়ে সম্মানিত করেছে। তিনি বলেন, “এই ঘটনা যোগাসনের আন্তর্জাতিক মহলে গুরুত্বের প্রমাণ।”

চলতি বছরে যোগ দিবসের মূল বিষয় ছিল, “নিজের এবং সমাজের জন্য যোগাসন।” দেশের নানা প্রান্তে শুক্রবার যোগ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং মূলত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গোটা বিশ্ব যোগাসন করছে।”

সেনা জওয়ানেরা লাদাখের প্যাংগং হ্রদের ধারে এবং বরফে ঢাকা সীমান্তবর্তী এলাকায় সমবেত ভাবে যোগাসন করেন। আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও বহু মানুষকে সমবেত ভাবে যোগাসন করতে দেখা যায়।

বিরোধী দল কংগ্রেস শুক্রবার সকালেই যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে। সেখানে দাবি করা হয়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুই যোগাসনের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছিলেন।

শুক্রবার সারা দেশে এবং বিশ্বজুড়ে উদযাপিত হল দশম আন্তর্জাতিক যোগ দিবস। 

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version