সঞ্জয় হাজরা
রবিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) উদ্যোগে ইডেন গার্ডেন্সে বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহার ক্রিকেটজীবনের অবসরকে ঘিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ঋদ্ধিমানের হাতে উইকেট গ্লাভস দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
অনুষ্ঠানের শুরুতেই সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিক ঋদ্ধির হাতে তুলে দেন স্মারক উইকেটকিপার গ্লাভস। এ ছাড়াও কেকেআর ও সিএসকে-র তরফ থেকেও স্মারক দেওয়া হয় ঋদ্ধির হাতে। পাঞ্জাব কিংসের তরফ থেকে স্মারক হিসাবে দেওয়া হয় আইপিএলে করা সেই শত রানের ইনিংসের ভিডিও। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটানস-এর তরফ থেকেও স্মারক তুলে দেওয়া হয় ঋদ্ধির হাতে।
ঋদ্ধিমানকে সম্মানিত করলেন সৌরভ।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বক্তব্যে ঋদ্ধির প্রসঙ্গে বলেন, “অবসর প্রতিটা খেলোয়াড়ের জীবনে আসে। কিন্তু প্রতিটা ক্রিকেটারের সৌভাগ্য হয় না নিজের ইচ্ছেমতো অবসর গ্রহণ করার, যেটা ঋদ্ধির হয়েছিল। ক্রিকেটার ঋদ্ধি তার ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও আগামী দিনেও ক্রিকেটের সাথেই জড়িয়ে থাকবে, এই আশাই করি। আগামী দিনেও ক্রিকেটের অন্য ভূমিকায় উপস্থিত থাকবে এই কামনাই করি। পাশাপাশি ওর অবসর জীবনের প্রতি শুভেচ্ছা রইল।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধির ক্রিকেটজীবনের প্রথম কোচ জয়ন্ত ভৌমিক । তিনি বেশ আবেগাপ্লুত ভাবে ঋদ্ধির ক্রিকেটজীবনের প্রথম দিনগুলির কথা তুলে ধরেন।
ছবি: প্রতিবেদক