Homeখেলাধুলোফুটবলমোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

মোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্টের ঐতিহাসিক অপরাজেয় শীল্ডজয়ের আনন্দে উৎসবে মেতে উঠল গার্ডেনরিচ। ‘গার্ডেনরিচ মেরিনার্স’-এর উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে এলাকার আট থেকে আশি সকলেই সবুজ-মেরুন আবেগে মাতোয়ারা হয়ে যান।

এই মরশুমে আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করে লিগ পর্ব শেষ করেছে মোহনবাগান। সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকতে গার্ডেনরিচে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছিল। খেলা শেষ হতেই সবুজ-মেরুন আবিরে রঙিন হয়ে ওঠেন সমর্থকরা। আবেগের রঙ আরও গাঢ় করতে অনুষ্ঠানে শীল্ডের একটি রেপ্লিকাও রাখা হয়েছিল, যা ছিল মূল আকর্ষণ।

পরদিন এলাকার প্রবীণ মোহনবাগান সমর্থকদের বরণ করে শোভাযাত্রার সূচনা করা হয়। তাঁদের হাতে পালতোলা নৌকা আঁকা সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ঢাক-ঢোল, বাজনা, ফেস্টুন ও পতাকা হাতে মিছিল এগিয়ে যায় গোটা এলাকা পরিক্রমা করে।

‘গার্ডেনরিচ মেরিনার্স’ সংগঠনটি মাত্র গত ডিসেম্বরে তৈরি হলেও, অল্প সময়ের মধ্যেই তারা প্রচুর সমর্থক সংগ্রহ করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে তারা শুধু মোহনবাগান উৎসবই নয়, বিভিন্ন গঠনমূলক কর্মসূচির আয়োজন করবে, যাতে এলাকার যুবসমাজের উন্নয়ন হয়।

এই উৎসব শুধু মোহনবাগানের জয় উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক ঐক্যের বার্তা, যেখানে ফুটবলের প্রতি আবেগ আর ভালোবাসাই ছিল প্রধান সুর।

প্রতিবেদন : প্রভাত ঘোষ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।