Homeখেলাধুলোফুটবলমোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

মোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্টের ঐতিহাসিক অপরাজেয় শীল্ডজয়ের আনন্দে উৎসবে মেতে উঠল গার্ডেনরিচ। ‘গার্ডেনরিচ মেরিনার্স’-এর উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে এলাকার আট থেকে আশি সকলেই সবুজ-মেরুন আবেগে মাতোয়ারা হয়ে যান।

এই মরশুমে আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করে লিগ পর্ব শেষ করেছে মোহনবাগান। সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকতে গার্ডেনরিচে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছিল। খেলা শেষ হতেই সবুজ-মেরুন আবিরে রঙিন হয়ে ওঠেন সমর্থকরা। আবেগের রঙ আরও গাঢ় করতে অনুষ্ঠানে শীল্ডের একটি রেপ্লিকাও রাখা হয়েছিল, যা ছিল মূল আকর্ষণ।

পরদিন এলাকার প্রবীণ মোহনবাগান সমর্থকদের বরণ করে শোভাযাত্রার সূচনা করা হয়। তাঁদের হাতে পালতোলা নৌকা আঁকা সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ঢাক-ঢোল, বাজনা, ফেস্টুন ও পতাকা হাতে মিছিল এগিয়ে যায় গোটা এলাকা পরিক্রমা করে।

‘গার্ডেনরিচ মেরিনার্স’ সংগঠনটি মাত্র গত ডিসেম্বরে তৈরি হলেও, অল্প সময়ের মধ্যেই তারা প্রচুর সমর্থক সংগ্রহ করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে তারা শুধু মোহনবাগান উৎসবই নয়, বিভিন্ন গঠনমূলক কর্মসূচির আয়োজন করবে, যাতে এলাকার যুবসমাজের উন্নয়ন হয়।

এই উৎসব শুধু মোহনবাগানের জয় উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক ঐক্যের বার্তা, যেখানে ফুটবলের প্রতি আবেগ আর ভালোবাসাই ছিল প্রধান সুর।

প্রতিবেদন : প্রভাত ঘোষ

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।