Home খেলাধুলো ফুটবল আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

0
২০২৩-২৪ আইএসএল জয়ের আনন্দে মোহনবাগানের খেলোয়াড়রা। ছবি: সঞ্জয় হাজরা

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের। এবার এই ছয় দলের মধ্যে শুরু হতে চলেছে আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

গত সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত লিগ পর্যায়ের সর্বশেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট (এমএসজি) ২-১ গোলে হারায় মুম্বই সিটি এফসিকে। ২২ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান আইএসএল লিগ বিজয়ী হয়। লিগ টেবিলের দ্বিতীয় স্থানটি দখল করে মুম্বই। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

বাকি যে চারটি দল প্লে-অফ পর্যায়ে খেলবে তারা হল এফসি গোয়া (৪৫ পয়েন্ট), ওড়িশা এফসি (৩৯ পয়েন্ট), কেরল ব্লাস্টার্স (৩৩ পয়েন্ট) এবং চেন্নাইয়িন এফসি (২৭ পয়েন্ট)।

লিগ বিজয়ী ও রানার্স হওয়ার সুবাদে মোহনবাগান এবং মুম্বই প্লে-অফ পর্যায়ে সরাসরি সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী কে হবে তা ঠিক বাকি চারটি দলের সিঙ্গল লেগ নক-আউট পর্যায়ের খেলার মধ্য দিয়ে। সেমিফাইনালে বিজয়ী নির্ধারিত হবে দুটি লেগের মধ্য দিয়ে – হোম এবং অ্যাওয়ে ম্যাচ।

প্রথম নক-আউট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ওড়িশা এফসি এবং কেরল ব্লাস্টার্স। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে। দ্বিতীয় নক-আউট ম্যাচ হবে এফসি গোয়া এবং চেন্নাইয়িন এফসি-র মধ্যে। সেমিফাইনালে মুম্বই এফসির প্রতিদ্বন্দ্বী হবে এই ম্যাচের বিজয়ী দল।

নক-আউট পর্যায়ের খেলা কোথায় হবে তা মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।

football1
লিগ জয়ের আনন্দ মোহনবাগান শিবিরে। ছবি: সঞ্জয় হাজরা।

কবে কোথায় নক-আউটের খেলা

১৯ এপ্রিল – প্রথম নক-আউট – ওড়িশা এফসি (হোম) বনাম কেরল ব্লাস্টার্স (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)

২০ এপ্রিল – দ্বিতীয় নক-আউট – এফসি গোয়া (হোম) বনাম চেন্নাইয়িন এফসি (জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া)

২৩ এপ্রিল – প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ) – প্রথম নক-আউটের বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়েন্ট  

২৪ এপ্রিল – দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ) – দ্বিতীয়-নক আউটের বিজয়ী (হোম) বনাম মুম্বই এফসি

২৮ এপ্রিল – প্রথম সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়েন্ট (হোম) বনাম প্রথম নক-আউটের বিজয়ী (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)

২৯ এপ্রিল – দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) – মুম্বই এফসি (হোম) বনাম দ্বিতীয় নক-আউটের বিজয়ী (মুম্বই ফুটবল এরেনা, মুম্বই)

৪ মে – প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

ফাইনাল খেলা কোথায় হবে তা শীঘ্র ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আইএসএল প্লে-অফ পর্যায়ের ম্যাচগুলি দেখা যাবে জিও সিনেমা (JioCinema) এবং স্পোর্টস ১৮ (Sports 18) চ্যানেলে সন্ধে সাড়ে ৭টা থেকে।  

আরও পড়ুন

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version