Home খেলাধুলো ফুটবল আন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

আন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

0
খোসে মলিনা। ছবি Times Now Sports-এর X handle থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়েন্টের (এমবিএসজি) প্রধান কোচ হলেন খোসে ফ্রানসিস্কো মলিনা। তিনি আন্তোনিও লোপেজ আবাসের জায়গায় এলেন। মলিনা ২০২৪-২৫-এ ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) মরশুমে এমবিএসজি-র প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার দলের তরফে ঘোষণা করা হয়েছে। আইএসএল-এর আগামী মরশুম শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর, চলবে ২০২৫-এর ৩০ এপ্রিল পর্যন্ত।

খোসে মলিনা আগে এটিকে-র কোচের দায়িত্ব পালন করেছিলেন। তাঁরই কোচিং-এ এটিকে ২০১৬ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়। এখন এটিকে-র কোনো অস্তিত্ব নেই। কোচ হিসাবে মলিনার বড়ো ভূমিকা ছিল ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত। ওই সময়ে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তিনি  ফার্নান্দো ইয়েরোর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে খোসে মলিনা বলেছেন, “মোহনবাগান সুপার জায়েন্টের মতো সমৃদ্ধ ঐতিহ্যশালী দলের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি ক্লাবের জন্য এবং ক্লাবের ভক্তদের জন্য আমি আরও সাফল্যা নিয়ে আসতে পারব।”

“আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং মোহনবাগান সুপার জায়েন্টের প্রধান কোচের দায়িত্বভার দেওয়ার জন্য আমি ড. গোয়েনকার আমি ধন্যবাদ জানাতে চাই”, বলেছেন খোসে মলিনা।

আন্তোনিও লোপেজ আবাসের জায়গায় এলেন মলিনা। গত মরশুমে দলকে প্রথম আইএসএল শিল্ড এনে দেন আবাস। তাঁরই তত্ত্বাবধানে এমবিএসজি চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েছিল। ফাইনালে অবশ্য তারা মুম্বই সিটি এফসি-র কাছে ৩-১ গোলে হেরে যায়।

আরও পড়ুন   

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে কাতার জিতল ২-১ গোলে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version