Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতের রাইফেল ও পিস্তল শুটিং স্কোয়াড ঘোষণা

প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতের রাইফেল ও পিস্তল শুটিং স্কোয়াড ঘোষণা

0
স্কোয়াডের অন্যতম সদস্য রমিতা জিন্দল। এনআরআইএ-র 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ২০২৪ প্যারিস অলিম্পিক্সের জন্য ১৫ জনের রাইফেল ও পিস্তল শুটিং স্কোয়াড ঘোষণা করল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)।

দলে বিশেষ কোনো চমক নেই। মহিলাদের পিস্তল চালনায় যিনি সবার সেরা, দু’বারের অলিম্পিয়ান মনু বাখের এবারেও দলে আছেন। তিনিই একমাত্র অ্যাথলেট যিনি দুটি ব্যক্তিগত ইভেন্টে যোগ দেবেন। ইভেন্টদুটি হল মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মহিলাদের ২৫ মিটার পিস্তল।

১৫ জনের দলে ৮ জন রাইফেল শুটার এবং ৭ জন পিস্তল শুটার। দলের সমস্ত সদস্য, কোচেরা এবং সহযোগী কর্মীরা এখন ফ্রান্সের লেস মাইনেতে শিবির করে রয়েছেন। আবহাওয়া, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কড়া প্রশিক্ষণের জন্য এই শিবির হয়েছে। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। তার আগে তাঁরা দু’ সপ্তাহের জন্য বাড়ি আসবেন।

যে দু’জন উল্লেখযোগ্য শুটার এবার স্কোয়াড থেকে বাদ পড়েছেন, তাঁরা হলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্রাংশ পাটিল এবং এশিয়ান গেম্‌সে পদকজয়ী পলক গুলিয়া।

রাইফেল এবং পিস্তল শুটিং-এ ৮টি ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও ভারত ৪টি ব্যক্তিগত শটগান ইভেন্টেও যোগ দিচ্ছে। এ ছাড়াও রাইফেল ও পিস্তলে ২টি করে মিক্সড্‌ ইভেন্ট এবং শটগানে ১টি মিক্সড্‌ ইভেন্টে যোগ দিচ্ছে ভারত।  

মনু বাখের। ছবি তাঁর ‘এক্স’ হ্যান্ডেল থেকে নেওয়া।

অলিম্পিক্সের স্কোয়াড ঘোষণা করে এনআরএআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কালীকেশ নারায়ণ সিং দেও বলেন, “দল বাছাই কমিটি বসেছিল এবং খুঁটিনাটি আলোচনা করেছে। শুটারদের দক্ষতা অনুযায়ী এখন যে রকম ফর্ম চলছে তার ভিত্তিতে এবং আমাদের নীতির প্রতি অনুগত থেকে আমরা সবচেয়ে ভালো টিম তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি। টিম যাতে ভালো ফল দিতে পারে তার জন্য আমরা সব খুঁটিয়ে বিবেচনা করেছি। এই কথা যথেষ্ট আস্থা নিয়েই বলছি। রাইফেল ও পিস্তল ইভেন্টে আমাদের যে গভীরতা আছে তা বিবেচনা করলে মনে হবে কিছু ভালো শুটার আমাদের স্কোয়াডে আসতে পারেননি। তবে তাঁরা আবার ফিরে আসার সুযোগ পাবেন। আমি স্কোয়াডের জন্য সব রকম শুভ কামনা করি।”

প্যারিস অলিম্পিক্সে রাইফেল স্কোয়াড

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – সন্দীপ সিং, অর্জুন ববুতা

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল – এলাবেনিল বালারিবন, রমিতা জিন্দল

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি – সিফ্‌ত কৌর সমরা, অঞ্জুম মৌদগিল

পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি – স্বপ্নিল কুশলে, ঐশ্বরী তোমার

প্যারিস অলিম্পিক্সে পিস্তল স্কোয়াড

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল – সরবজোত সিং, অর্জুন চিমা

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল – মনু বাখের, রিদন সাঙ্গোয়ান

মহিলাদের ২৫ মিটার পিস্তল – মনু বাখের, এশা সিং

পুরুষদের ২৫ মিটার পিস্তল – অনীশ ভনওয়াল, বিজয়বীর সিধু

আরও পড়ুন

আন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version