হায়দরাবাদ: বাংলা আগেই চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এ বার গেল মণিপুর ও সার্ভিসেস। শনিবার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণে গ্রুপ ‘এ’-র খেলায় বাংলা বনাম মণিপুরের ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। আর রাজস্থানকে ২-০ গোলে হারায় গত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেস।
বাংলা-মণিপুর গোলশূন্য
এ দিন হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে বাংলার জয়ের ধারাকে আটকে দিল মণিপুর। গ্রুপ ‘এ’-র খেলায় টানা ৩টি ম্যাচ জিতে আগেই শেষ আটে চলে গিয়েছিল বাংলা। এ দিন আর তাদের জিততে দিল না মণিপুর।
দুটি দলই সমানে সমানে লড়াই করেছে। এবং প্রতিপক্ষের গোলমুখে উত্তেজনাও সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে দুটি দলই শট নিয়েছে। ফলে দুই গোলকিপারকেই বেশ ব্যস্ত থাকতে হয়েছে। তবে তুলনায় বাংলার গোলকিপার সৌরভ সামন্তকে বেশি সেভ করতে হয়েছে। তবে শেষরক্ষা হয়েছে বাংলার।
সার্ভিসেস জিতল ২-০
সন্তোষ ট্রফির গত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেস এ বার দৌড় শুরু করেছিল পরাজয়ের মধ্যে দিয়ে। প্রথম খেলাতেই তারা মণিপুরের কাছে হেরে গিয়েছিল। তার পর টানা ৩টি ম্যাচ জিতে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলল।
শনিবার তারা ২-০ গোলে হারাল রাজস্থানকে। ম্যাচের ২০ মিনিটেই শ্রেয়স ভিজির গোলে এগিয়ে যায় সার্ভিসেস। দুর্ভাগ্য রাজস্থানের। ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রাজস্থানের ফরোয়ার্ড যুবরাজ সিংকে। ম্যাচের বাকি সময় ১০ জনে খেলতে হয় রাজস্থানকে। আর সেই সুযোগে আরও একটি গোল করে নিজেদের জয় পাকা করে নেয় সার্ভিসেস। ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বিজয় জে।
গ্রুপ ‘এ’ লিগ টেবিলে কে কোথায়
শনিবারের খেলার পর ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে বাংলা রইল লিগ টেবিলের শীর্ষ স্থানে। সমসংখ্যক খেলায় ৯ পয়েন্ট সংগ্রহ করে সার্ভিসেস দ্বিতীয় স্থানে এবং ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে মণিপুর তৃতীয় স্থানে রয়েছে। এই ৩টি দলই কোয়ার্টার ফাইনালে চলে গেল। এই গ্রুপে আরও দুটি দল রয়েছে, জম্মু-কাশ্মীর ও রাজস্থান। এদের মধ্যে থেকে একটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এই গ্রুপে বাংলার শেষ খেলা সার্ভিসেস-এর বিরুদ্ধে, সোমবার।