Home খেলাধুলো ফুটবল কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জামাইকাকে হারাল মেক্সিকো

কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জামাইকাকে হারাল মেক্সিকো

0
গোল দিয়ে উচ্ছ্বাস গেরার্দো আর্তিয়াগার। ছবি CONMEBOL Copa America TM ‘X’ handle থেকে নেওয়া।

মেক্সিকো: ১ (গেরার্দো আর্তিয়াগা) জামাইকা: ০

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকার গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে জামাইকাকে ১-০ গোলে হারাল মেক্সিকো। রবিবার টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জয়সূচক গোল করে মেক্সিকো।

প্রথমার্ধ গোলশূন্য

আক্রমণ, প্রতি-আক্রমণের মধ্য দিয়ে খেলা চালাতে থাকে দুই দল। তবে তুলমূলক ভাবে মেক্সিকো বেশি আক্রমণাত্মক ছিল। ম্যাচের ২৯ মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন মেক্সিকোর অধিনায়ক এডসন আলভারেজ। ওয়েস্ট হ্যামের এই খেলোয়াড় মাঠে শুয়ে পড়েছিলেন। রেফারি খেলা থামিয়ে দেন। আলভারেজ তাঁর হ্যামস্ট্রিং (হাঁটুর পিছনের শিরা) ধরে রেখেছিলেন। মাঠেই তাঁর চিকিৎসা হয় কিন্তু আলভারেজ আর খেলা চালাতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর জায়গায় খেলতে নামেন লুই রোমো। প্রথমার্ধে কোনো দলই গোল করার তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি।    

দ্বিতীয়ার্ধে জামাইকার গোল বাতিল, গোল পেল মেক্সিকো

দ্বিতীয়ার্ধে দেরিতে খেলতে নামে মেক্সিকো। জামাইকার টিম মেক্সিকোর জন্য ৪ মিনিটেরও বেশি সময় ধরে অপেক্ষা করে। আর্জেন্তিনা-কানাডা ম্যাচে একই কাণ্ড ঘটেছিল। এ ক্ষেত্রে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে এসেছিল।

দ্বিতীয়ার্ধে জামাইকাকে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়। ৫২ মিনিটে একটা গোলও করে বসে তারা। দ্বিতীয়ার্ধে প্রথম কর্নার পায় তারা। ডেক্সটার লেম্বিসিকার বাঁ পায়ের শটে হেড করেন আন্তোনিও এবং তা মেক্সিকোর গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। কিন্তু রেফারি এই গোল বাতিল করে দেন। ভার-এ (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখা যায় আন্তোনিও অফসাইড ছিলেন।

এর পরে ফের আক্রমণে উঠে আসে মেক্সিকো। এবং তাঁর ফলও পেয়ে যায় ম্যাচের ৬৮ মিনিটে। জামাইকার বক্সের বাঁদিক থেকে গেরার্দো আর্তিয়াগা যে শট নেন তা জামাইকার জালে জড়িয়ে যায়। এই ফলই ম্যাচের শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে।

আরও পড়ুন   

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনের একুয়াদোরকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু ভেনেজুয়েলার       

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version