Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জামাইকাকে হারাল মেক্সিকো

কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জামাইকাকে হারাল মেক্সিকো

প্রকাশিত

মেক্সিকো: ১ (গেরার্দো আর্তিয়াগা) জামাইকা: ০

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকার গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে জামাইকাকে ১-০ গোলে হারাল মেক্সিকো। রবিবার টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জয়সূচক গোল করে মেক্সিকো।

প্রথমার্ধ গোলশূন্য

আক্রমণ, প্রতি-আক্রমণের মধ্য দিয়ে খেলা চালাতে থাকে দুই দল। তবে তুলমূলক ভাবে মেক্সিকো বেশি আক্রমণাত্মক ছিল। ম্যাচের ২৯ মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন মেক্সিকোর অধিনায়ক এডসন আলভারেজ। ওয়েস্ট হ্যামের এই খেলোয়াড় মাঠে শুয়ে পড়েছিলেন। রেফারি খেলা থামিয়ে দেন। আলভারেজ তাঁর হ্যামস্ট্রিং (হাঁটুর পিছনের শিরা) ধরে রেখেছিলেন। মাঠেই তাঁর চিকিৎসা হয় কিন্তু আলভারেজ আর খেলা চালাতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর জায়গায় খেলতে নামেন লুই রোমো। প্রথমার্ধে কোনো দলই গোল করার তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি।    

দ্বিতীয়ার্ধে জামাইকার গোল বাতিল, গোল পেল মেক্সিকো

দ্বিতীয়ার্ধে দেরিতে খেলতে নামে মেক্সিকো। জামাইকার টিম মেক্সিকোর জন্য ৪ মিনিটেরও বেশি সময় ধরে অপেক্ষা করে। আর্জেন্তিনা-কানাডা ম্যাচে একই কাণ্ড ঘটেছিল। এ ক্ষেত্রে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে এসেছিল।

দ্বিতীয়ার্ধে জামাইকাকে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়। ৫২ মিনিটে একটা গোলও করে বসে তারা। দ্বিতীয়ার্ধে প্রথম কর্নার পায় তারা। ডেক্সটার লেম্বিসিকার বাঁ পায়ের শটে হেড করেন আন্তোনিও এবং তা মেক্সিকোর গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। কিন্তু রেফারি এই গোল বাতিল করে দেন। ভার-এ (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখা যায় আন্তোনিও অফসাইড ছিলেন।

এর পরে ফের আক্রমণে উঠে আসে মেক্সিকো। এবং তাঁর ফলও পেয়ে যায় ম্যাচের ৬৮ মিনিটে। জামাইকার বক্সের বাঁদিক থেকে গেরার্দো আর্তিয়াগা যে শট নেন তা জামাইকার জালে জড়িয়ে যায়। এই ফলই ম্যাচের শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে।

আরও পড়ুন   

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনের একুয়াদোরকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু ভেনেজুয়েলার       

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।