মহামেডান স্পোর্টিং: ২ (আঙ্গুসানা, ডেভিড) ডায়মন্ডহারবার এফসি ০
কলকাতা: কলকাতা ফুটবলে লিগের প্রথম পর্বে ডায়মন্ডহারবার এফসি-র কাছে হারের প্রতিশোধ নিল মহামেডান স্পোর্টিং। মঙ্গলবার লিগের সুপার সিক্সের ম্যাচে তারা ডায়মন্ডহারবারকে হারাল ২-০ গোলে। এই জয়ের ফলে মহমেডান লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
চেরনিশভ সাদা-কালো বাহিনীর প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরে বদলে গিয়েছে ছবিটা। সুপার সিক্সে একের পর এক ম্যাচ জিতে চলেছে মহমেডান। এই নিয়ে পর পর চারটে ম্যাচ জিতল তারা। প্রথমে বধ হয়েছিল খিদিরপুর, তার পরে ইস্টবেঙ্গল এবং ভবানীপুর। মঙ্গলবার তারা হারাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলকে ২-০ গোলে।
মঙ্গলবারের জয়ের ফলে প্রায় হাতের মুঠোয় চলে এল কলকাতা ফুটবল লিগ। ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট সংগ্রহ করে মহমেডান এখন লিগ টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে রইল ডায়মন্ড হারবার। তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। তারা অবশ্য ২টি ম্যাচ কম খেলেছে।
২টি গোলই দ্বিতীয়ার্ধে
এ দিনের ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবিটা বদলায়। ৬০ মিনিটে প্রথম গোল হয়। স্যামুয়েলের ইনসুইং সেন্টার থেকে আঙ্গুসানা গোল করে মহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন।
এর পর ম্যাচে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে ডায়মন্ড হারবার। কিন্তু তারা ব্যর্থ হল মূলত মহমেডানের গোলকিপার পদম ছেত্রীর দক্ষতায়। উলটে মহমেডানই আরও একটি গোল করে। নির্ধারিত সময়ের পর ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তার মধ্যেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ডেভিড লাললানসাঙ্গা। এই নিয়ে লিগে তাঁর ২০টি গোল হয়ে গেল। একমাত্র ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই এত দিন গোল পাননি ডেভিড। মঙ্গলবার সেই আপশোশও ঘুচল ডেভিডের।
আরও পড়ুন
কলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল