Homeখেলাধুলোফুটবলআইএসএল: চেন্নাইকে হারিয়ে এবারের অভিযানে জয়ের মুখ দেখল মহমেডান  স্পোর্টিং

আইএসএল: চেন্নাইকে হারিয়ে এবারের অভিযানে জয়ের মুখ দেখল মহমেডান  স্পোর্টিং

প্রকাশিত

মহমেডান স্পোর্টিং এসসি: ১ (লালরেমসাঙ্গা ফানাই) চেন্নাইয়িন এফসি

চেন্নাইয়িন এফসি:০

চেন্নাই: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নবাগত মহমেডান স্পোর্টিং প্রথম জয় পেল। বৃহস্পতিবার তারা হারাল চেন্নাইয়িন এফসিকে। ম্যাচের ফল ১-০। জয়সূচক গোলটি করেন লালরেমসাঙ্গা ফানাই। আই লিগে চ্যাম্পিয়ন হয়ে মহমেডান স্পোর্টিং এই প্রথম আইএসএল-এ খেলতে নেমেছে।

ম্যাচের শুরু থেকেই কিন্তু আক্রমণ শানিয়েছিল চেন্নাইয়িন এফসি। ম্যাচের ৫ মিনিটেই তারা এগিয়ে যেতে পারত। কর্নার শট নিয়েছিলেন কোনোর শিল্ডস। শিল্ডসের শট পেয়ে যান ইরফান ইয়াড়ওয়াড়। কিন্তু তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

১৩ মিনিটে আবার সুযোগ। এবারও কোনোর শিল্ডস। প্রতিপক্ষের ১৮ গজ এলাকা থেকে নিখুঁত ক্রস নেন শিল্ডস। মহমেডানের গোলকিপার পদম ছেত্রী গোল থেকে বেরিয়ে এসে তা আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর হাতে লেগে বল চলে যায় লালরিনলিয়ানা নামতের কাছে। তাঁর শট মহমেডানের এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়।

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম সুযোগ পায় মহমেডান। চেন্নাইয়ের ডিফেন্ডার লালদিনলিয়ানা রেন্থলাইয়ের হেড পৌঁছে যায় মহমেডানের আলেক্সিস গোমেজের কাছে। আর্জেন্তিনার মিডফিল্ডার গোমেজের শট চেন্নাইয়ের গোলকিপার সমিক মিত্রকে এড়িয়ে পোস্টে লেগে বেরিয়ে যায়।

জয়সূচক গোল ৩৯ মিনিটে

৬ মিনিটে পরে ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় মহমেডান স্পোর্টিং। বলা ভালো, নিজেদের ভুলবোঝাবুঝির মাশুল দিতে হয় চেন্নাইকে। দলের ডিফেন্ডার লালদিনপুইয়ার মিসপাস ঠিকমতো বুঝতে পারেননি সমিক। বল পেয়ে যান মহমেডানের লালরেমসাঙ্গা ফানাই। ঠান্ডা মাথায় তিনি দলের হয়ে এদিনের একমাত্র গোলটি এনে দেন।

দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন এফসি আপ্রাণ চেষ্টা করে গোল শোধ করার। বারবার মহমেডানের এলাকায় ঝাঁপিয়ে পড়লেও কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত জয় পেয়ে যায় মহমেডান।

৩টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে মহমেডান স্পোর্টিং লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল। আর ২টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়ে চেন্নাইয়িন এফসি থাকল পঞ্চম স্থানে।

আরও পড়ুন

আইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...