Homeখেলাধুলোফুটবলজামশেদপুরে শেষ মুহূর্তের ধাক্কা, আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল মোহনবাগান

জামশেদপুরে শেষ মুহূর্তের ধাক্কা, আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল মোহনবাগান

প্রকাশিত

জামশেদপুর ২ (সিভেরিয়ো, জ়াভি)
মোহনবাগান ১ (কামিংস)

জামশেদপুরে গিয়ে সেমিফাইনালের প্রথম পর্বেই হারের মুখে পড়ল মোহনবাগান। বৃহস্পতিবার আইএসএলের লিগ-শিল্ডজয়ীরা ১-২ গোলে জামশেদপুরের কাছে পরাজিত হয়। শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাতছাড়া করে সবুজ-মেরুন শিবির। জেসন কামিংসের দুরন্ত ফ্রিকিকেও হার রোখা যায়নি।

প্রথমার্ধে ব্যর্থ মোহনবাগান

মনবীর সিংহ ও আপুইয়াকে ছাড়াই খেলতে নেমেছিল মোহনবাগান। দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি দলের খেলায় প্রভাব ফেলে। রিজ়ার্ভ বেঞ্চে থাকা দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেনের অভাব বার বার অনুভূত হয়। প্রথমার্ধে মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণে স্পষ্টভাবে ঘাটতি দেখা যায়।

খেলার শুরুতেই পেনাল্টি পেতে পারত জামশেদপুর। আশিস রাইয়ের হাতে বল লাগলেও রেফারি কর্নার দেন, যা সহজেই ক্লিয়ার করে মোহনবাগান। তবে খেলা যত এগোতে থাকে, জামশেদপুরের আক্রমণ আরও তীব্র হতে থাকে।

দুর্দান্ত কামিংসের গোলেও হার এড়ানো গেল না

ম্যাচের ৩৪ মিনিটে স্টুয়ার্টের ফ্রিকিক থেকে আলবের্তো রদ্রিগেসের হেড বার পোস্টে লেগে ফিরে আসে। তবে তিন মিনিটের মধ্যে কামিংস এক অসাধারণ ফ্রিকিকে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফ্রিকিকের বল গোলরক্ষকের পক্ষে রুখে দেওয়া অসম্ভব ছিল।

শেষ মুহূর্তে ভিলেন ঋত্বিক

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করলেও মোহনবাগানকে আরও একবার হতাশ হতে হয়। আসানসোলের ছেলে ঋত্বিক দাস বদলি হিসেবে নেমে জামশেদপুরের আক্রমণকে প্রাণবন্ত করে তোলেন। বাঁ দিক থেকে ঋত্বিকের দুর্দান্ত ক্রস চলন্ত অবস্থায় জাভি হের্নান্দেস পা লাগিয়ে গোল করে জামশেদপুরকে ২-১ গোলে এগিয়ে দেন।

ক্লান্ত মোহনবাগান, সুযোগ কাজে লাগায় জামশেদপুর

ম্যাকলারেন ও পেত্রাতোসকে নামিয়েও মোহনবাগান আক্রমণে ধার বাড়াতে পারেনি। মাঝমাঠে অনিয়ন্ত্রিত খেলার কারণে বার বার আক্রমণ নস্যাৎ হয়ে যায়। শেষ পর্যন্ত জামশেদপুরের রক্ষণে আটকে পড়ে সবুজ-মেরুন।

সমালোচনা কোচের পরিকল্পনা নিয়ে

কামিংসের অসাধারণ ফ্রিকিক সত্ত্বেও কেন হোসে মোলিনা বেঞ্চে রেখেছিলেন পেত্রাতোস ও ম্যাকলারেনকে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মনবীরের জায়গায় খেলানো সাহাল সামাদও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

ফেরার আশা দ্বিতীয় লেগে

মোহনবাগানের সামনে এখন সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। জামশেদপুরের মাটিতে হেরে গেলেও ঘরের মাঠে জয়ের আশা করছে সবুজ-মেরুন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।