Homeখেলাধুলোফুটবলএআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

বৃষ্টিভেজা রাতে সবুজ-মেরুনের জয়জয়কার, গ্রুপ ‘এ’-এর শীর্ষে তারা। ওদিকে ড্র করে পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল।

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০

ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং, মিগুয়েল ফেরেইরা) ডেম্পো এসসি: ২ (মহম্মদ আলি, লক্ষ্মীমানরাও রানে)  

গোয়া: প্রবল বৃষ্টির মধ্যেও মোহনবাগান সুপার জায়ান্টের ছন্দ থামাতে পারেনি চেন্নাইয়িন এফসি। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনের জোড়া গোলের সৌজন্যে এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬–এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে ২-০ ব্যবধানে জয় তুলে নিল সবুজ-মেরুন শিবির। ওদিকে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ইস্টবেঙ্গল এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করল ডেম্পোর সঙ্গে।

মোহনবাগান-চেন্নাইয়িন ম্যাচ    

শনিবার রাতে মাড়গাঁওয়ের পিজেএন স্টেডিয়ামে আয়োজিত মোহনবাগান- চেন্নাইয়িন ম্যাচের শুরু থেকেই বৃষ্টি দুই দলের খেলোয়াড়দের ভারসাম্য ও বল নিয়ন্ত্রণে বড়ো বাধা হয়ে দাঁড়ায়। তবু থমাস অলড্রেড, আলবের্তো রদ্রিগেজ ও মেহতাব সিংয়ের দৃঢ় রক্ষণে চেন্নাইয়িন তেমন সুযোগ পায়নি। মাঝমাঠে লালেনগমাওইয়া (আপুয়া) রালতে ও অনিরুদ্ধ থাপা ছন্দে রাখেন দলকে, আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেন দুই প্রান্ত দিয়ে।

প্রথম বড় সুযোগ আসে চেন্নাইয়িনের। লালদিনপুইয়ার ক্রসে জিতেশ্বর সিংয়ের শট বিপজ্জনকভাবে গোলমুখে যায়, কিন্তু মোহনবাগান গোলকিপার বিশাল কায়েথ অসাধারণ সেভ করে দলকে বাঁচান।

এর পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেমি ম্যাকলারেন। ৩৮ মিনিটে লিস্টন কোলাসোর ব্যাক-হিল পাস থেকে নির্ভুল নিশানায় জালের নীচের কোণ দিয়ে বল পাঠান গোলে। বিরতির আগে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চেন্নাইয়িন।

জয়ের পরে উল্লসিত মোহনবাগান। ছবি Mohun Bagan Super Giant ‘X’ থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি কিছুটা থামলে ম্যাচের গতি বাড়ে। ৪৬ মিনিটে একটি ফ্রি-কিক পেলেও গোলের দেখা পায়নি চেন্নাইয়িন।

৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাকলারেন। বাঁ দিক থেকে মনবীর যে ক্রস পাঠান, প্রতিপক্ষের গোলের খুব কাছে সেই ক্রস ধরে গোল করে জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। তিন মিনিট পর থাপার শট অল্পের জন্য পোস্ট মিস করে যায়।

শেষ দিকে মনবীর সঙ্গে লিস্টনের দারুণ কিছু কম্বিনেশনে আরও সুযোগ তৈরি হয়, কিন্তু প্রাক্তন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালের নেতৃত্বে চেন্নাইয়িন রক্ষণ আর গোল হজম করেনি। এই জয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচের একটি মুহূর্ত। ছবি East Bangal FC ‘X’ থেকে নেওয়া।

ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচ

এর আগে শনিবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে সুপার কাপে গ্রুপ ‘এ’-র উদ্বোধনী ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। শনিবার ডেম্পো এসসি-র বিরুদ্ধে নাটকীয় ম্যাচে ২-২ গোলে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড।

প্রথমার্ধে দেম্পোর ডেম্পোর মহম্মদ আলি গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে জেগে ওঠে ইস্ট বেঙ্গল। নাওরেম মহেশ সিংহ ও মিগুয়েল ফেরেইরার পরপর দুটি গোল ম্যাচে লিড এনে দেয় কলকাতার দলকে। মনে হচ্ছিল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তারা। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লক্ষ্মীমানরাও রানের গোল ডেম্পোকে হারের হাত থেকে বাঁচিয়ে দেয়।

দশ বছরেরও বেশি সময় পর মুখোমুখি হল দুই ঐতিহ্যবাহী ক্লাব। শেষবার ২০১৫ সালে আই লিগে মুখোমুখি হয়েছিল এই দুই দল, তখনও জয়ী হয়েছিল ইস্টবেঙ্গল এফসি।

২০২৪ সালের সুপার কাপ চ্যাম্পিয়ন ও সাম্প্রতিক আইএফএ শিল্ডের রানার্স-আপ হিসেবে ফেভারিট ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ঘরের মাঠে ও গোয়া প্রো লিগে অপরাজিত ডেম্পো করল দুরন্ত লড়াই, প্রমাণ করল তারা এখনো হার মানার মতো দল নয়।

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

আরও পড়ুন

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।