Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: গোয়াকে হারিয়ে বেশ কিছু নজির গড়ল শিল্ডজয়ী মোহনবাগান  

আইএসএল ২০২৪-২৫: গোয়াকে হারিয়ে বেশ কিছু নজির গড়ল শিল্ডজয়ী মোহনবাগান  

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (বরিস সিং থাঙ্গজাম আত্মঘাতী, গ্রেগ স্টুয়ার্ট) এফসি গোয়া: ০

কলকাতা: প্রথম লেগে যাদের কাছে হেরে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, শনিবার ফিরতি লেগে সেই দলকেই হারিয়ে মধুর প্রতিশোধ নিল তারা। আর একই সঙ্গে সৃষ্টি করল ইতিহাস। আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করে এ বার লিগ পর্ব শেষ করল চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়ান্ট। সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে এই প্রথম মোহনবাগান টানা দ্বিতীয় বার আইএসএলের শিল্ড জয় করল। 

২৪ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান লিগের শীর্ষ স্থানে থাকল। এবং সমসংখ্যক ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে এফসি গোয়া গেল প্লে অফে।

isl mb wins 1 09.03

জয়ের আনন্দ। গ্রেগ স্টুয়ার্ট, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগুয়েজ এবং দিমিত্রি পেত্রাতোস। ছবি: সঞ্জয় হাজরা।

আরও কিছু নজির সবুজ-মেরুনের

এ দিনের জয়ের মধ্যে দিয়ে আরও কিছু নজির গড়ল মেরিনার্স। সবচেয়ে বেশি সময় (৬২৬ মিনিট) গোল না খাওয়ার নজিরও গড়ল তারা। টানা ছ’টি ম্যাচে অপরাজিত থাকার নজিরও আইএসএলে এই প্রথম গড়ল মোহনবাগান। শনিবার তারা চলতি মরশুমের আইএসএল-এ ১৭ নম্বর জয় পেল। আইএসএল-এ এটাও একটা নজির।

একই সঙ্গে আর একটা নজির গড়ল মোহনবাগান। একই মরশুমে ১১টি হোম ম্যাচে জয়। এটিও আইএসএল-এ নয়া নজির। একের পর এক নজির গড়ে সবুজ-মেরুন বাহিনীর চ্যাম্পিয়ন হওয়া আইএসএল-এর ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

isl mb wins 2 09.03

গোল করে উল্লাস গ্রেগ স্টুয়ার্টের। ছবি: সঞ্জয় হাজরা।

বাগানের দু’টি গোল

এ বারের আইএসএল-এর ফাইনালে যে দু’টি দল আবার মুখোমুখি হতে পারে, সেই মোহনবাগান আর এফসি গোয়া শনিবার সমানে সমানে লড়াই করল। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল মোহনবাগান। তারা ২-০ গোলে জিতল বটে, তবে এই জয়ের ব্যবধান আরও বেশি হতে পারত যদি না প্রথমার্ধের শেষ মিনিটে মনবীর সিংয়ের গোলটি দিমিত্রি পেত্রাতোসের হ্যান্ডবলের জন্য বাতিল না হত।

isl mb wins 3 09.03

আইএসএল শিল্ড জয়। স্ত্রীয়ের সঙ্গে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। ছবি: সঞ্জয় হাজরা।

অবশেষে সবুজ-মেরুন বাহিনীকে প্রথম গোলের জন্য দ্বিতীয়ার্ধের ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। তবে এই গোলটি কার্যত এফসি গোয়ার উপহার মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আশিক কুরুনিয়ানের সঙ্গে বার বার ঝামেলায় জড়িয়ে পড়েন গোয়ার তরুণ মিডফিল্ডার বরিস সিং থাঙ্গজাম। ফলে তাঁরই মনসংযোগে ব্যাঘ্যাত ঘটে এবং ৬২ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন। নিজেদের বক্সের বাইরে থেকে ব্যাক হেড করে গোলকিপার হৃত্বিক তিওয়ারিকে বল দিতে গিয়েছিলেন বরিস। কিন্তু দেখেননি যে গোল ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন। তাঁর হেড থেকে বল স্বচ্ছন্দে ঢুকে যায় নিজেদেরই গোলে। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।

ম্যাচের অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় প্রায় ফাঁকা মাঠে যখন বল ক্লিয়ার করতে যাচ্ছিলেন এফসি গোয়ার অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন, তখন তাঁর পা থেকে বল ছিনিয়ে নেন পরিবর্ত হিসেবে নামা জেসন কামিংস। কামিংস বল ছিনিয়ে নিয়ে পাঠিয়ে দেন গ্রেগ স্টুয়ার্টের পায়ে। স্টুয়ার্ট বক্সে ঢুকে হৃত্বিককে পরাস্ত করে সোজা গোলে বল ঠেলে দেন। মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে। মিনিট তিনেক পরেই খেলা শেষ হয়। জয়ের উল্লাসে ফেটে পড়ে যুবভারতীর গ্যালারি।

isl mb wins 4 09.03

যুবভারতীর গ্যালারিতে আনন্দের বন্যা। ছবি: সঞ্জয় হাজরা।

প্লে অফে যাওয়ার লড়াই ওড়িশা ও মুম্বইয়ের মধ্যে

আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল ইতিমধ্যেই প্লে অফে চলে গিয়েছে। এরা হল মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি। ছ’ নম্বর দল হিসাবে কে প্লে অফে যাবে সেই লড়াই ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে। ওড়িশা ২৪ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট পেয়ে লিগ অভিযান শেষ করেছে। মুম্বইয়ের সংগ্রহে রয়েছে ২৩ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট। আগামী মঙ্গলবার বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে মুম্বই এফসি। সেই ম্যাচে যদি মুম্বই জিতে যায় বা ম্যাচ ড্র হয়, তা হলে তারা ওড়িশাকে পিছনে ফেলে প্লে অফে চলে যাবে। কিন্তু মুম্বই যদি হেরে যায় তা হলে গোলের ব্যবধানের হিসাবে ওড়িশা যাবে প্লে অফে। মঙ্গলবার ছবিটা স্পষ্ট হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।