এফসি গোয়া: ২ (ব্রাইসন ফার্নান্ডেজ ২) মোহনবাগান সুপার জায়ান্ট: ১ (দিমিত্রি পেত্রাতোস)
ফাতোরদা (গোয়া): অবশেষে হারের মুখ দেখতে হল মোহনবাগানকে। টানা আট ম্যাচ তারা অপরাজেয় ছিল। কিন্তু নিজেদের ঘরের মাঠ ছেড়ে পরের মাঠে খেলতে এসেই মুখ থুবড়ে পড়ল সবুজ-মেরুন বাহিনী। গোয়ারই ছেলে ব্রাইসন ফার্নান্ডেজের জোড়া গোলে জিতল এফসি গোয়া। তবে এই হারের ফলে মোহনবাগানকে লিগ টেবিলে শীর্ষ স্থান খোয়াতে হয়নি। কিন্তু গোয়া উঠে এল তৃতীয় স্থানে।
শুক্রবার ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এফসি গোয়া ২-১ গোলে হারায় মোহনবাগানকে। এ দিন মোহনবাগানকে কিছুটা ছন্নছাড়া লাগল। আগের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধেও মোহনবাগানকে অগোছালো লেগেছিল। সেটা বুঝতে পেরেই দলের কোচ খোসে মোলিনা সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তাঁর সতর্কীকরণে যে কাজ হয়নি, তা বোঝা গেল শুক্রবার গোয়ার মাঠে।
ম্যাচের ১২ মিনিটের মাথায় ব্রাইসনের গোলে এগিয়ে যায় গোয়া। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দিমিত্রি পেত্রাতোস পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এর ১৩ মিনিট পরেই ব্রাইসন দ্বিতীয় গোল করে গোয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের বাকি আধ ঘণ্টায় একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল সবুজ-মেরুন বাহিনী। কিন্তু একটাও কাজে লাগাতে পারেনি তারা। এই ম্যাচ নিয়ে টানা সাতটি ম্যাচে অপরাজিত রইল এফসি গোয়া। টানা ১২টি হোম ম্যাচে গোল করার নতুন নজির গড়ল তারা।
লিগ টেবিলে কে কোথায়
শুক্রবারের ম্যাচে হেরে গেলেও লিগ টেবিলে মোহনবাগানের শীর্ষ স্থান অপরিবর্তিতই রয়েছে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। আর ১২ ম্যাচ থেকে ২২ পয়েন্ট সংগ্রহ করে এফসি গোয়া উঠে এল তৃতীয় স্থানে।