Homeখেলাধুলোফুটবলএএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ খুব করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ খেলেছে তারা। সব ম্যাচেই হেরেছে। ফলে ১৩ দলের লিগ টেবিলে লাল-হলুদ বাহিনী রয়েছে একেবারে নীচে। এ হেন ইস্টবেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করে চলে গিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। লিগের গ্রুপ পর্বে অপরাজিত থেকে তারা এই অসাধ্য সাধন করেছে।

ওদিকে ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এখনও পর্যন্ত এ বারের আইএসএল-এ বেশ ভালো জায়গায় রয়েছে। ৬টা ম্যাচের মধ্যে ৪টে ম্যাচ জিতে তারা রয়েছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে। কিন্তু এই মোহনবাগান এএফসি চ্যালেঞ্জ লিগে কী করছে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে।

আসলে ফুটবলারদের নিরাপত্তাকে গুরুত্ব দিতে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে শাস্তি ভোগ করছে মোহনবাগান সুপার জায়েন্টস। তাদের প্রতিযোগিতা থেকে বাতিল করে দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। তবে কোনো আর্থিক জরিমানা হয়নি মোহনবাগানের। এএফসি কর্তৃপক্ষ রবিবার এ কথা জানিয়ে দিয়েছে মোহনবাগানকে।   

গ্রুপ পর্বের ম্যাচে অক্টোবরের শুরুতে ইরানের তাবরিজে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা পড়েছিল মোহনবাগানের। ইজরায়েলের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে সেই সময়ে ইরানের পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত। মোহনবাগানের ম্যাচের আগের দিনই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল মোহনবাগান। নিরপেক্ষ দেশে ম্যাচ আয়োজনের সম্ভাবনাও প্রায় তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বেঁকে বসে ট্রাক্টর এফসি। তারা ঘরের মাঠে খেলার সুযোগ হাতছাড়া করতে চায়নি। শেষ পর্যন্ত ইরানের ক্লাবটিকে ৩ পয়েন্ট দেওয়া হয় এবং তাদের পক্ষে ৩টি গোলও দেওয়া হয়।

এএফসি মোহনবাগানকে জানিয়ে দেয়, প্রতিযোগিতার নিয়মাবলি অনুসারে ধরে নেওয়া হয়েছে, মোহনবাগান প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মোহনবাগান যে ১ পয়েন্ট পেয়েছিল তা-ও কেটে নেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনে মোহনবাগান জানায়, সে সময় ইরানে পরিস্থিতি যা ছিল, তাতে সেখানে যাওয়া যায় না। পরবর্তী ঘটনাবলিতে প্রমাণও হয়েছে, মোহনবাগানের যুক্তিতে কোনো ভুল ছিল না। তা ছাড়া দলের খেলোয়াড়রা জানিয়ে দিয়েছিলেন, তাঁরা ইরানে খেলতে যেতে রাজি নন।

নিয়ম অনুযায়ী, মোহনবাগানকে আর্থিক জরিমানা করতে পারত এএফসি। কিন্তু ইরানের পরিস্থিতি বিবেচনা করে জরিমানা মকুব করার আবেদন জানায় মোহনবাগান। সবুজ-মেরুনের সেই আর্জি মঞ্জুর করে এএফসি, তবে জানিয়ে দেয় প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি আর খেলতে পারবে না মোহনবাগান। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার খেসারত দিচ্ছে মোহনবাগান।

সবুজ-মেরুন সমর্থকদের প্রশ্ন, খেলোয়াড়দের প্রাণের চেয়ে কি সংগঠনের নিয়মাবলির গুরুত্ব বেশি? পশ্চিম এশিয়ায় মারাত্মক যুদ্ধকালীন পরিস্থিতি বুঝে কি সিদ্ধান্ত নেওয়া যেত না?  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।