Home খেলাধুলো ফুটবল এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

0
সাংবাদিক বৈঠকে দুদলের কোচ হোসে মোলিনা (বাঁদিকে) এবং মামি নজরজাহেদ মাসুদ। ছবি: সঞ্জয় হাজরা

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং তাজিকিস্তানের ফুটবল ক্লাব এফসি রবশান।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ওই খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গানে দুই দলের প্রধান কোচ তাঁদের খেলোয়াড়দের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

ডুরান্ড কাপের ফাইনালের পরে আইএসএল-এর প্রথম ম্যাচ। দুটো খেলাতেই মোহনবাগান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ২টি গোল হজম করে ডুরান্ডের ম্যাচটা নর্থইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হারল এবং আইএসএল-এর ম্যাচটা মুম্বইয়ের সঙ্গে ড্র করল মোহনবাগান। তবু রক্ষণ নিয়ে চিন্তিত নন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। 

coaches with players 18.09

সাংবাদিক বৈঠকে মোহনবাগানের ডিফেন্ডার টম অলড্রেডের সঙ্গে মোলিনা (বাঁদিকে) এবং রবশানের খেলোয়াড় মহম্মদজান রহিমভের সঙ্গে কোচ মাসুদ। ছবি: সঞ্জয় হাজরা

বুধবার সাংবাদিকদের কাছে মোলিনা বলেন, “স্বীকার করছি আগের ম্যাচগুলোয় আমাদের ভুল হয়েছে। সেটা ঠিক করতে হবে। পুরো ম্যাচে আমাদের রক্ষণ খুব খারাপ খেলেনি।”

ওই ভুল এড়াতে তাজিক দল রবশানের বিরুদ্ধে তিনি কী কৌশল নিতে চলেছেন জানতে চাওয়া হলে মোলিনা বলেন, তাঁর দল আক্রমণাত্মক খেলার পাশাপাশি গোল কম খাওয়ার চেষ্টা করবে। রবশানের বিরুদ্ধে ম্যাচে তিনের জায়গায় চার ডিফেন্ডারে খেলতে পারেন। মোলিনা এবং মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার টম অলড্রেড বলেন, “আগামীকাল আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলতে নামব। ম্যাচে হার-জিত আছেই কিন্তু আমরা জেতার জন্যই মাঠে নামব।”

অনুশীলন চলছে। বুধবার। ছবি: সঞ্জয় হাজরা  

চ্যাম্পিয়ন্স লিগে কতজন বিদেশি খেলানো যাবে সে ব্যাপারে কোনো সীমা নেই। একটি ক্লাব যতজন খুশি বিদেশি খেলাতে পারে। মোহনবাগানে যেখানে রয়েছেন চারজন বিদেশি খেলোয়াড় সেখানে রবশানে রয়েছেন সাত বিদেশি খেলোয়াড়।  

অবশ্য রবশানের হেড কোচ মামি নজরজাহেদ মাসুদ বললেন, তাজিকিস্তানের লিগেও চারজনের বেশি বিদেশি খেলানোর নিয়ম নেই। তাই বুঝেশুনে তিনিই বিদেশিদের খেলাবেন। তিনি ও দলের খেলোয়াড় মহম্মদজান রহিমভ বলেন, “আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য সমস্ত দিক থেকে প্রস্তুত।” ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে দুই দল।

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version