Home খবর বিদেশ ‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব’, জানালেন ডোনাল্ড ট্রাম্প

‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব’, জানালেন ডোনাল্ড ট্রাম্প

0

২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের । মঙ্গলবার বিদেশমন্ত্রক মোদীর মার্কিন সফরের একটি বিশদ সফরসূচি প্রকাশ করেছে।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্কের বহির্প্রকাশ দেখা গিয়েছিল। যা হিউস্টনে “হাউডি মোদী” সমাবেশ এবং ভারতে “নমস্তে ট্রাম্প”-এর মতো ইভেন্টগুলিতে স্পষ্ট।

ওয়াকিবহাল মহলের মতে, তাঁদের এই ঘনিষ্ঠতা মার্কিন-ভারত সম্পর্ককে শক্তিশালী করেছে, বিশেষ করে প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতায়, উভয় নেতাই চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় মনোনিবেশ করেছিলেন। মাঝে মাঝে বাণিজ্য বিরোধ থাকা সত্ত্বেও, তাঁদের অংশীদারিত্ব দৃঢ় ছিল, “কোয়াড”-এর মতো উদ্যোগের মাধ্যমে গভীর নিরাপত্তা সহযোগিতাকে উৎসাহিত করে।

ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা, এর রাজনৈতিক তাৎপর্যকে স্বীকার করেও একটি ইতিবাচক ভূমিকা পালন করেছিল। তাঁদের পারস্পরিক চাহিদার উপর ভিত্তি করে সেসময় (২০১৭-২১) একটি স্থায়ী মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে চতুর্থ কোয়াড নেতাদের সম্মেলনে অংশগ্রহণ করবেন, যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বছর কোয়াড সম্মেলনের আয়োজক হওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে, ভারত ২০২৫ সালে পরবর্তী কোয়াড সম্মেলনের আয়োজক হওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াড সম্মেলনে নেতারা গত এক বছরে কোয়াডের প্রাপ্তির উপর পর্যালোচনা করবেন এবং আগামী বছরের জন্য একটি কর্মসূচি নির্ধারণ করবেন, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলিকে তাদের উন্নয়নমূলক লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ‘Summit of the Future’ শীর্ষক সম্মেলনে বক্তৃতা করবেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘উত্তম ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান’। সম্মেলনে বিশ্বের বহু নেতা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের ফাঁকে মোদী বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের একটি সমাবেশেও বক্তৃতা করবেন মোদী। এছাড়াও, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজির মতো অত্যাধুনিক ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধি পায়।যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সক্রিয় বুদ্ধিজীবী ও অন্যান্য অংশীদারদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version