Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: রোমানিয়াকে ৩ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে গেল নেদারল্যান্ডস

ইউরো কাপ ২০২৪: রোমানিয়াকে ৩ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে গেল নেদারল্যান্ডস

প্রকাশিত

নেদারল্যান্ডস: ৩ (কোডি গাকপো, ডোনিয়েল মালেন ২) রোমানিয়া: ০

খবর অনলাইন ডেস্ক: একেবারে অন্য চেহারায় নেদারল্যান্ডস। গ্রুপ লিগের খেলায় যে নেদারল্যান্ডস তৃতীয় হয়ে শেষ ১৬-য় এসেছিল, এই নেদারল্যান্ডস তা নয়। এরকম আক্রমণাত্মক খেলা গ্রুপ লিগে দেখা যায়নি। মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) মিউনিখের মিউনিখ ফুটবল আরেনায় আয়োজিত ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে হারাল ডাচেরা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ডাচেরা  

দুটি দলই বেশ আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করে। তবে তারই মধ্যে রোমানিয়ার আক্রমণ কিঞ্চিৎ বেশি ছিল। তারা ডাচদের ওপর ক্রমান্বয়ে চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের ১১ মিনিটে নেদারল্যান্ডসের ইয়ের্ডি শাউটেন ব্যাক পাস করে নিজের দলকে বিপদে ফেলে দিয়েছিলেন। গোলকিপার বার্ট ভারব্রুগেন নিজের গোল ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করে দেন।

১৪ মিনিটে রোমানিয়ার রাজন্যাভ মারিন দুর্দান্ত থ্রু বাড়ান ডেনিস ড্রাগুসের উদ্দেশে। ড্রাগুস বল ধরার আগেই ফান জিক বল ক্লিয়ার করে দেন। কিন্তু বল পেয়ে যান রোমানিয়ার ডেনিস ম্যান। তিনি যে শট নেন তা নেদারল্যান্ডসের ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

কিন্তু এর পরই রোমানিয়ার চাপ ক্রমশ কমতে থাকে এবং ম্যাচে আধিপত্য বাড়তে থাকে ডাচেদের। ম্যাচের ২০ মিনিটে গোল করে এগিয়ে যায় তারা। কোডি গাকপো বল পেয়ে রোমানিয়ার বক্সের বাঁদিক দিয়ে উঠে আসে এবং পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ে যে শট নেন তা গোলকিপার ফ্লোরিন নিতার আঙুলে লেগে গোলে ঢুকে যায়। নেদারল্যান্ডস ১-০ গোলে এগিয়ে যায়। গোল দিয়ে নেদারল্যান্ডস উজ্জীবিত হয়ে ওঠে। তারই মধ্যে রোমানিয়াও আপ্রাণ চেষ্টা করে ম্যাচে সমতা আনার। কিন্তু ব্যর্থ হয়। প্রথমার্ধে নেদারল্যান্ডস ১-০ গোলে এগিয়ে থাকে।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ কোডি গাকপো। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধে আরও ২ গোল  

প্রথমার্ধে যেভাবে খেলা শুরু করেছিল রোমানিয়া, সেভাবেই তারা শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পায় রোমানিয়া। গোলকিপার ভারব্রুগেন পাঞ্চ করে বল বার করে দেন।

এর পর থেকেই ধীরে ধীরে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস এবং বলের ওপর দখলদারি বাড়তে থাকে। এবং তার পর বাকি ম্যাচটায় তাদেরই একচেটিয়া আধিপত্য থাকে। ৫৪ মিনিটে গোল করার সুযোগ পায় তারা। ডানদিক থেকে বল পান ডেনৎসেল ডুমফ্রিস। রোমানিয়ার বক্সে থাকা ডোনিয়েল মালেনকে বল বাড়ান তিনি। কিন্তু মালেনের শট বাঁচিয়ে দেন রোমানিয়ার ডিফেন্ডাররা। ৫৮ মিনিটে নেদারল্যান্ডসকে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করেন রোমানিয়ার গোলকিপার নিতা। যতটা সম্ভব লাফিয়ে ফান জিক ডানদিক থেকে আসা কর্নার কিকে পা ছুঁইয়ে গোল লক্ষ্য করে শট নেন। সেই শট দুর্দান্তভাবে বাঁচিয়ে দেন নিতা। ৬৩ মিনিটে কর্নার থেকে করা গাকপোর গোল ‘ভার’ (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় বাতিল হয়ে যায়।

এইভাবে ধারাবাহিক আক্রমণ চালিয়ে গিয়ে নেদারল্যান্ডস দ্বিতীয় গোল পায় ম্যাচের ৮৩ মিনিটে। রোমানিয়ার বক্সের বাঁদিক থেকে কোডি গাকপোর পাস চলে আসে ছ’ গজি বক্সে থাকা মালেনের কাছে। এখান থেকে রোমানিয়ার জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি মালেন।

নির্ধারিত ৯০ মিনিটের পর যে অতিরিক্ত সময় দেওয়া হয় তার ৩ মিনিটে আবার গোল করেন মালেন। কর্নার পেয়েছিল রোমানিয়া। ডাচেদের রক্ষণভাগ সেই কর্নার কিক ক্লিয়ার করলে বল চলে আসে মালেনের কাছে। মালেন নিজেদের অর্ধ থেকে বল নিয়ে উঠে এসে মাথা ঠান্ডা রেখে আসল কাজটি সারেন। বল ঢুকে যায় রোমানিয়ার গোলে। ৩-০ গোলে জিতে যায় নেদারল্যান্ডস।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: গোল বাঁচানোয় দিয়োগো কোস্তার রেকর্ড, পেনাল্টি শুট-আউটে স্লোভেনিয়াকে হারিয়ে শেষ ৮-এ পর্তুগাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।