Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: কার্যত ১০ জনে খেলা মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারাল...

কোপা আমেরিকা ২০২৪: কার্যত ১০ জনে খেলা মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারাল পানামা

প্রকাশিত

পানামা: ২ (সিজার ব্ল্যাকম্যান, জোস ফাজারদো) মার্কিন যুক্তরাষ্ট্র: ১ (ফোলারিন বালোগান)

খবর অনলাইন ডেস্ক: দুর্ভাগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের। ম্যাচের ১৮ মিনিটের পর থেকে ১০ জনে খেলতে হল তাদের আর তারই ফায়দা তুলে নিয়ে জয়ে ফিরল পানামা। আর হারের মুখ দেখল মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-৩ গোলে হেরে গিয়েছিল পানামা। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। শুক্রবার ভোরে (ভারতীয় সময়) জর্জিয়ার আটলান্টায় মার্সিডেস-বেঞ্জ স্টেডিয়ামে আয়োজিত নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামা ২-১ গোলে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে।

প্রথমার্ধে ১-১

দু’ পক্ষে সমানে সমানে শুরু করেছিল লড়াই। কিন্তু ম্যাচের ১৮ মিনিটে টিমোথি উই মারাত্মক ভাবে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই গুটিয়ে যায়। তবু তারই মধ্যে ম্যাচের ২২ মিনিটে গোল পেয়ে যায় তারা। অ্যান্টনি রবিনসনের পাস চলে আসে ফোলারিন বালোগানের কাছে। বক্সের বাঁদিক থেকে বালোগান বাঁ পায়ে যে শট নেন তা পানামার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

মিনিটচারেক পরেই ম্যাচে সমতা ফেরায় পানামা। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে মার্কিন গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায় বয়ল। পানামা আক্রমণ চালিয়ে যেতে থাকে। তবে প্রথমার্ধে ফল ১-১-ই থাকে।

৮৩ মিনিটে পানামার জয়সূচক গোল

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পানামা। কখনও খ্রিস্টিয়ান মার্তিনেজের শট, কখনও বা এদগার্দো ফারিনার শট আটকে দেন মার্কিন ডিফেন্ডাররা। ম্যাচের ৬৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। খ্রিস্টিয়ান পুলিসিচের কাছ থেকে পাস পেয়ে বক্সের বাঁদিকে থাকা বালোগান ডান পায়ে দুর্দান্ত শট নেন। কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪ মিনিট পরেই পানামার আমির মুরিল্লোর শট একেবারে গোলে ঢোকার মুখে বাঁচিয়ে দেন মার্কিন ডিফেন্ডার।

এদিন ম্যাচে বলের উপর দখলদারি পানামার অনেক বেশি ছিল। আর গোল লক্ষ্য করে শটও নিয়েছিল অনেক বেশি। পানামা ১৩টা আর মার্কিন যুক্তরাষ্ট্র ৬টা। শেষ পর্যন্ত ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় পানামা। বক্সের মাঝখান থেকে মার্কিন গোল লক্ষ্য করে জোস ফাজারদো যে শট নেন তা আটকাতে পারেননি গোলকিপার।

ফাউল করার অপরাধে ম্যাচের ৮৮ মিনিটে পানামার আদালবের্তো কারাসকুইলা লাল কার্ড দেখে বেরিয়ে যান। তবে এ থেকে কোনো ফায়দা তুলতে পারেনি মার্কিনরা।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: আর্জেন্তিনার পর ভেনেজুয়েলা, পরপর দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।