Homeখেলাধুলোফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে...

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে কাতার জিতল ২-১ গোলে

প্রকাশিত

কাতার: ২ (ইউসেফ আমেন, আহমেদ আল-রাউয়ি) ভারত: ১ (লালিয়ানজুয়ালা চাংতে)

দোহা: বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ম্যাচে দুর্বল রেফারিং। আর তার শিকার হল ভারত। বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে ভারতের বিরুদ্ধে ২-১ গোলে জিতল কাতার। এই জয়ের ফলে কাতার এবং কুয়েত চলে গেল ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণায়ক পর্বের তৃতীয় রাউন্ডে।

আজকের ম্যাচ জিততে পারলে ভারত ২০২৭-এর এএফসি এশিয়ান কাপে খেলারও যোগ্যতা অর্জন করত। কিন্তু এই পরাজয় সেই পথে বাধা সৃষ্টি করল।

মঙ্গলবার দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথম থেকেই কাতারকে চাপে রেখেছিল ভারত। বারদুয়েক গোল করার সুযোগও পেয়েছিল। কিন্তু একবার লালিয়ানজুয়ালা চাংতে এবং আর একবার রহিম আলি সেই সুযোগদুটো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের ৩৭ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। কাতারের পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেজ পাস বাড়ান চাংতে। মাথা ঠান্ডা রেখে সেই বল কাতারের জালে ঢুকিয়ে দিতে কোনো ভুলচুক করেননি মিজোরামের এই ফরোয়ার্ড।

সেই বিতর্কিত গোল

৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভারত। তার পর কাতারের সেই বিতর্কিত গোল। কাতারের ইউসেফ আমেনের ক্রস ভারতের অধিনায়ক তথা গোলকিপার গুরপ্রীত সাঁধু বাঁচানোর চেষ্টা করলে বল তাঁর পায়ের ফাঁক দিয়ে গোললাইন পেরিয়ে যায়। ভারতের রক্ষণভাগের খেলোয়াড়রা যখন কর্নার আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন কাতারের এক ফরোয়ার্ড বলটি পায়ে করে টেনে এনে আমেনের দিকে পাস বাড়িয়ে দেন। আমেন ভারতের গোলে বল ঢুকিয়ে দেন। ভারতের খেলোয়াড়রা সেই মুহূর্তে পুরোপুরিই খেলা থামিয়ে দিয়েছিলেন। রেফারি গোলের বাঁশি বাজিয়ে দেন। ভারতের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করলে রেফারি লাইন্সম্যানদের সঙ্গে  কথা বলে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন।

ম্যাচের ৮৫ মিনিটে কাতারের হয়ে জয়সূচক গোলটি করেন আহমেদ আল-রাউয়ি। এর পর আরও ১২ মিনিট (অতিরিক্ত ৭ মিনিট-সহ) খেলা হয়। কিন্তু আর কোনো গোল হয়নি।

আজ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণায়ক পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি যে একটি না-গোলকে গোল দিয়ে কাতারকে জিতিয়ে দিলেন তাতে কোনো সন্দেহ নেই। দেখা যাক, ভারত কী ভাবে এর প্রতিবাদ জানায়। তবে আপাতত আইগর স্টিম্যাক ও তাঁর দলের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।