শিলং লাজং এফসি: ২ (ডি লিংডো, সানা মাইলিয়েম্পদা) ইন্ডিয়ান নেভি এফটি: ১ (বিজয় মারান্ডি)
নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৪ (এ আজারাই ২, অ্যান্ডি রদ্রিগুয়েজ, পার্থিব গগৈ) বড়োল্যান্ড এফসি: ০
খবর অনলাইন ডেস্ক: এবারের ডুরান্ড কাপের শেষ চারে পৌঁছে গেল শিলং লাজং এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি। সেমিফাইনালে যাওয়ার পথে শিলং লাজং এফসি ২-১ গোলে হারাল ইন্ডিয়ান নেভি ফুটবল টিমকে এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি ৪-০ গোলে হারাল বড়োল্যান্ড এফসিকে। সেমিফাইনালে মুখোমুখি হবে বিজয়ী দুই দল।
এগিয়ে থেকে হেরে গেল ইন্ডিয়ান নেভি
শনিবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় শিলঙের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। শিলং লাজং এফসি মুখোমুখি হয় ইন্ডিয়ান নেভি এফটি-র। সেই ম্যাচে শিলং ২-১ গোলে হারাল ইন্ডিয়ান নেভিকে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করার বিশেষ কোনো সুযোগ পায়নি। তবু তারই মধ্যে গোল করে এগিয়ে যায় ইন্ডিয়ান নেভি। ম্যাচের ৩৫ মিনিটে গোল পান বিজয় মারান্ডি। ভাস্কর রায়ের লম্বা গোলকিক পেয়ে যান রোশন পান্না। বল নিয়ে এগিয়ে গিয়ে শিলঙের বক্সে ঢুকে পড়েন। পাস দেন মারান্ডিকে। মারফান্ডি গোল করতে কোনো ভুলচুক করেননি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান নেভি।

সেমিফাইনালে চলে গেল শিলং লাজং। ছবি শিলং লাজং-এর ‘এক্স’ থেকে নেওয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা এনে জয়সূচক গোলটি করেন শিলং লাজং। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ইন্ডিয়ান নেভি দলের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে শিলং এবং তার ফলও পেয়ে যায় ম্যাচের ৬৫ মিনিটে। বাঁ দিক থেকে ডি লিংডোর ক্রস ঢুকে যায় নেভির গোলে। নেভির রক্ষণভাগ কেমন যেন দুর্বল হয়ে যায়। আর সেই সুযোগে ক্রমাগত চাপ চালিয়ে যেতে থাকে শিলং। ১০ মিনিট পরে নেভির কাচ থেকে পেনাল্টি আদায় করে শিলং। পেনাল্টি থেকে গোল করে ২০ বছরের সানা মাইলিয়েম্পদা। শিলং ২-১ গোলে নেভিকে হারিয়ে পর পর দু’ বছর ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গেল।
নর্থইস্টের ৩টি গোল এল দ্বিতীয়ার্ধে
শনিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় কোকরাঝাড়ের সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) স্টেডিয়ামে। মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং বড়োল্যান্ড এফসি। সেই ম্যাচে নর্থইস্ট ৪-০ গোলে হারায় বড়োল্যান্ডকে। এর মধ্যে জোড়া গোল করেন এ আজারাই। প্রথমার্ধের ঠিক শেষের দিকে আজারাইয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। বাকি ৩টি গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
সেমিফাইনালে চলে গেল নর্থইস্ট ইউনাইটেড। ছবি ডুরান্ড কাপ ‘এক্স’ থেকে নেওয়া।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যান্ডি রদ্রিগুয়েজ। তার কিছুক্ষণ পরে এই ম্যাচে তাঁর দ্বিতীয় গোল করেন আজারাই। এবারের ডুরান্ডে এখনও পর্যন্ত মোহনবাগানের লিস্টন কোলাসো এবং আজারাই সর্বাধিক গোলদাতার তালিকায় যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। নর্থইস্টের চতুর্থ তথা শেষ গোল আসে ম্যাচের অতিরিক্ত সময়ে পার্থিব গগৈয়ের পা থেকে।