Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: দুর্ভাগ্য বেলজিয়ামের, দুটি গোল বাতিল, স্লোভাকিয়া জিতল ১-০ গোলে

ইউরো কাপ ২০২৪: দুর্ভাগ্য বেলজিয়ামের, দুটি গোল বাতিল, স্লোভাকিয়া জিতল ১-০ গোলে

প্রকাশিত

স্লোভাকিয়া: ১ (আইভান শ্রানৎজ) বেলজিয়াম: ০

খবর অনলাইন ডেস্ক: কপাল নিতান্তই মন্দ বেলজিয়ামের। দ্বিতীয়ার্ধে তাদের দুটো গোল বাতিল করে দিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার)। দুটোই করেছিলেন রোমেলু লুকাকু। ফলে প্রথমার্ধের একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে দিল স্লোভাকিয়া।

প্রথমার্ধেই স্লোভাকিয়ার গোল  

সোমবার ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত ম্যাচে প্রথম থেকেই আক্রমণ শানাতে থাকে বেলজিয়াম। ৩ মিনিটের মাথায় গোল করার সুযোগ পান রোমেলু লুকাকু। স্লোভাকিয়ার বক্সের মধ্যেই ছিলেন লুকাকু। বক্সের বাইরে থেকে পাস বাড়ান ডে ব্রুইনে। সেই পাস থেকে যে ভলি মারেন লুকাকু তা সরাসরি স্লোভাকিয়ার গোলকিপারের হাতে চলে যায়।

এর ৪ মিনিট পরেই গোল করে বসে স্লোভাকিয়া। বেলজিয়ামের মিস-পাস থেকে বল পেয়ে যান স্লোভাকিয়ার আইভান শ্রানৎজ। বেলজিয়ামের রক্ষণের দু’-একজনকে কাটিয়ে গোলের উদ্দেশে লব করে দেন বল। বেলজিয়ামের গোলকিপার সেই লব বাঁচাতে পারেননি।

গোল খেয়ে চেপে ধরে বেলজিয়াম। ম্যাচ্বের ২১ মিনিটে স্লোভাকিয়ার ফাঁকা গোল পেয়েও গোল করতে ব্যর্থ হন ত্রোসার্ড। স্লোভাকিয়ার উপর ধারাবাহিক চাপ সৃষ্টি করতে থাকে বেলজিয়াম, কিন্তু ফল মেলেনি। প্রথমার্ধে স্লোভাকিয়া ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে লুকাকুর দুটো গোল বাতিল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই স্লোভাকিয়ার ঘরে হানা দিয়ে যেতেই থাকে বেলজিয়াম। এর ফলস্বরূপ ম্যাচের ৫৬ মিনিটে তারা গোলও পেয়ে যায়। ত্রোসার্ডের ক্রস পান ওনানা। লুকাকুকে লক্ষ্য করে হেড করেন ওনানা। সেই বল পায়ে ধরে গোলে ঠেলে দেন। উল্লাস শুরু হয়ে যায়। কিন্তু ‘ভার’-এ দেখা যায় লুকাকু অফসাইডে ছিলেন।

একই কাণ্ড ঘটে ম্যাচের ৮৬ মিনিটে। লুকাকু ফাঁকায় ছিলেন। ওপেন্দা বাঁদিক থেকে লুকাকুকে লক্ষ্য করে বল ঠেলে দেন। লুকাকু গোল করতে কোনও ভুল করেননি। কিন্তু ‘ভার’-এ ওপেন্দা বলে হাত দিয়েছিলেন। ফলে গোল বাতিল। শেষ পর্যন্ত স্লোভাকিয়া জেতে ১-০ গোলে।   

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার পক্ষে সর্বাধিক গোলে জয়  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।