Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন

ইউরো কাপ ২০২৪: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন

প্রকাশিত

ইউক্রেন: ২ (মাইকোলা শাপারেনকো, রোমান ইয়ারেমচুক) স্লোভাকিয়া: ১ (আইভান শ্রানৎজ)

খবর অনলাইন ডেস্ক: ইউরো কাপের গ্রুপ ‘ই’-র খেলায় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল স্লোভাকিয়া। আর রোমানিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন হতোদ্যম হয়ে পড়েছিল। শুক্রবার পাশা উলটে গেল। এ দিন স্লোভাকিয়া জিতে গেলেই তাদের শেষ ১৬-য় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যেত। কিন্তু ফল হল উলটো। এক গোলে পিছিয়ে থেকে এ দিন স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরে এল ইউক্রেন।

গ্রুপ ‘ই’-তে ২টি করে ম্যাচ খেলে ৩টি করে পয়েন্ট সংগ্রহ করে একই অবস্থানে আছে স্লোভাকিয়া এবং ইউক্রেন। ১টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে আছে রোমানিয়া। আর ১টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পেরে বেলজিয়াম রয়েছে টেবিলের একেবারে নীচে।

প্রথমার্ধে এগিয়ে যায় স্লোভাকিয়া

শুক্রবার ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া। ইউক্রেনের বক্সে থেকে ম্যাচের ১৬ মিনিটে লুকাস হারাস্লিনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন আইভান শ্রানৎজ। তাঁর হেড ইউক্রেনের গোলের বাঁদিকে নিচু হয়ে ঢুকে যায়। উল্লেখ্য, এই আইভান শ্রানৎজই বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন।

ম্যাচের ২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইউক্রেন। কিন্তু মাইখাইলো মুদ্রিকের শট স্লোভাকিয়ার গোলের অনেক ওপর দিয়ে চলে যায়। ২৮ মিনিটে আবার একটি সুযোগ নষ্ট করে ইউক্রেন। প্রথমার্ধে স্লোভাকিয়া ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ইউক্রেনের ২ গোল

আক্রমণ, প্রতি-আক্রমণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দু’ পক্ষই গোল করার সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে সমতা আনে ইউক্রেন। ওলেকসন্দ্র জিনচেনকোর পাস থেকে স্লোভাকিয়ার গোল লক্ষ্য করে বাঁ পায়ে শট নেন মাইকোলা শাপারেনকো। সেই শট বাঁ দিকের কোণ দিয়ে গোলে ঢুকে যায়।

উদ্দীপিত ইউক্রেন জয়সূচক গোল করে ম্যাচের ৭৯ মিনিটে। ছ’ গজি বক্সের ডান দিক থেকে গোল লক্ষ্য করে যে শট নেন রোমান ইয়ারেমচুক, তা অব্যর্থ ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে যায় ইউক্রেন।

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: চ্যাম্পিয়ন ইতালির হার আত্মঘাতী গোলে, স্পেন শেষ ১৬-য়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।