Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: ১০ জনের একুয়াদোরকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু ভেনেজুয়েলার

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনের একুয়াদোরকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু ভেনেজুয়েলার

প্রকাশিত

ভেনেজুয়েলা: ২ (ঝোন্দের কাদিজ, এদুয়ার্দ বেল্লো) একুয়াদোর: ১ (খেরেমি সারমিয়েন্তো)  

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকার গ্রুপ ‘বি’-র খেলায় জয় দিয়ে শুরু করল ভেনেজুয়েলা। এক গোলে পিছিয়ে থেকে জিতল তারা। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে তাদের কাছ থেকে এল ২টি গোল। ভেনেজুয়েলা জিতল ২-১ গোলে। তবে তাঁদের গোল করার অনেক আগে থেকেই ১০ জনে খেলতে বাধ্য হয় একুয়াদোর।  

২২ মিনিট থেকে একুয়াদোর ১০ জন, ১-০ গোলে এগিয়ে   

শনিবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় লেভিস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে সমানে সমানে লড়াই শুরু হয় প্রথমার্ধের গোড়া থেকেই। তবে একুয়াদোরের আক্রমণে ঝাঁঝ ছিল বেশি। কিন্তু ম্যাচের ২২ মিনিটে বিপত্তিতে পড়ে তারা। ভেনেজুয়েলার ডিফেন্ডার খোসে মার্তিনেজকে সাংঘাতিক ভাবে ফাউল করেন এন্নের বালেন্সিয়া। মার্তিনেজ আহত হন। প্রথমে হলুদ কার্ড দেখানো হয় বালেন্সিয়াকে। পরে ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্ত অনুযায়ী বালেন্সিয়াকে লাল কার্ড দেখানো হয়। একুয়াদোর ১০ জনে খেলতে বাধ্য হয়।

তার পরেও আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা চলতে থাকে এবং ৩৯ মিনিটে গোল করে এগিয়ে যায় একুয়াদোর। বক্সের ঠিক মাঝখান থেকে খেরেমি সারমিয়েন্তোর ডান পায়ের শটে পরাস্ত হন ভেনেজুয়েলার গোলকিপার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় একুয়াদোর।

২টি গোলই এল পরিবর্ত খেলোয়াড়দের সৌজন্যে  

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে একটা থ্রো-ইন থেকে বল পান সালোমোন রোন্দোন। তাঁর কাছে থেকে পাস পেয়ে গোল করে সমতা আনেন ঝোন্দের কাদিজ।

১০ মিনিট পরে ভেনেজুয়েলার আবার গোল। এবার গোলদাতা এদুয়ার্দ বেল্লো। সালোমোন রোন্দোনের নেওয়া একটা দুর্দান্ত শট দারুণ ভাবে বাঁচিয়ে দেন একুয়াদোরের গোলকিপার আলেকজান্দার দোমিনগুয়েজ। কিন্তু বল তাঁর হাত থেকে রিবাউন্ড করে চলে আসে এদুয়ার্দ বেল্লোর কাছে। বেল্লো ডান পায়ের শটে পরাস্ত করেন দোমিনগুয়েজকে।

ভেনেজুয়েলার ২টি গোলই আসে পরিবর্ত খেলোয়াড়দের পা থেকে। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান কাসেরেসের পরিবর্তে নামানো হয়েছিল এদুয়ার্দ বেল্লোকে এবং দারউইন মাচিসের পরিবর্তে মাঠে নামেন ঝোন্দের কাদিজ।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: ম্যাচ গোলশূন্য অবস্থায় রেখে পয়েন্ট ভাগাভাগি করে নিল চিলে ও পেরু               

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।