Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: আর্জেন্তিনার পর ভেনেজুয়েলা, পরপর দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে...

কোপা আমেরিকা ২০২৪: আর্জেন্তিনার পর ভেনেজুয়েলা, পরপর দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে  

প্রকাশিত

ভেনেজুয়েলা: ১ (সালোমোন রোন্দোন) মেক্সিকো: ০

খবর অনলাইন ডেস্ক: কোপা আমেরিকায় বড়ো আপসেট। গ্রুপ ‘বি’-র খেলায় ভেনেজুয়েলার কাছে হেরে গেল মেক্সিকো। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সালোমোন রোন্দোনের গোলে ভেনেজুয়েলা ১-০ গোলে হারাল মেক্সিকোকে।

গ্রুপ ‘বি’ থেকে ভেনেজুয়েলার সঙ্গে শেষ ৮-এ কে  

গ্রুপ ‘বি’-র খেলায় পরপর দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল ভেনেজুয়েলা। এবারের কোপা আমেরিকায় আর্জেন্তিনার পর ভেনেজুয়েলাই দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে গেল। ২টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এ দিন ওই গ্রুপের আর-একটি খেলায় একুয়াদোর ৩-১ গোলে হারায় জামাইকাকে। একুয়াদোর এবং মেক্সিকো, ২টি দলই ২টি করে ম্যাচ খেলে ৩টি করে পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু গোল পার্থক্যের হিসাবে একুয়াদোর রয়েছে দ্বিতীয় স্থানে এবং মেক্সিকো রয়েছে তৃতীয় স্থানে। আর জামাইকা ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

জামাইকা গ্রুপ লিগের শেষ খেলাটা খেলে কোপা আমেরিকা থেকে বিদায় নেবে। সুতরাং দ্বিতীয় দল হিসাবে কে কোয়ার্টার ফাইনালে যাবে, একুয়াদোর নাকি মেক্সিকো, তা ঠিক হবে আগামী সোমবার। সে দিন ভেনেজুয়েলা মুখোমুখি হবে জামাইকার এবং একুয়াদোর মুখোমুখি হবে মেক্সিকোর।

পেনাল্টি থেকে গোল ভেনেজুয়েলার           

ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সোফি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধে মেক্সিকো বেশ ভালো খেলছিল। কিন্তু তাদের অধিনায়ক এডসন আলবারেজ আহত হয়ে মাঠ ছাড়ার পর মেক্সিকো কিছুটা ঝিমিয়ে যায়। সেই সুযোগে ভেনেজুয়েলার জয়সূচক গোলটি আসে ম্যাচের ৫৭ মিনিটে। নিজেদের বক্সে খুলিয়ান কুইনোন্স ভেনেজুয়েলার খন আরামবুরুকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করেন সালোমোন রোন্দোন।

তবে গোল খেয়ে চেগে ওঠে মেক্সিকো। ম্যাচের ৬৮ মিনিটে মেক্সিকো গোল প্রায় শোধ করে ফেলেছিল। গুইলেরমো মার্তিনেজ অনেকটা দৌড়ে লুইস চাভেজের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত হেড করেন। বল যখন প্রায় ভেনেজুয়েলার গোলে ঢোকার মুখে তখন দারুণ ভাবে বাঁচিয়ে দেন গোলকিপার রাফায়েল রোমো।

পেনাল্টি মিস করল মেক্সিকো           

ভেনেজুয়েলার উপর মেক্সিকোর চাপ বাড়তেই থাকে। ৮০ মিনিটে আবার গোলের সুযোগ নষ্ট করে মেক্সিকো। ৮৭ মিনিটে তারা পেনাল্টি পায়। ‘ভার’-এর রিভিউয়ে দেখা যায় ভেনেজুয়েলার এক ডিফেন্ডার বক্সের মধ্যে হ্যান্ডবল করেছেন। কিন্তু ওরবেলিন পিনেদার পেনাল্টি শট বাঁচিয়ে দেন রাফায়েল রোমো। শেষ পর্যন্ত মেক্সিকো ০-১ গোলে হার স্বীকার করে। হতাশায় ভেঙে পড়েন মেক্সিকোর সমর্থকরা।    

আরও পড়ুন 

কোপা আমেরিকা ২০২৪: জামাইকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৮-এ যাওয়ার আশা জিইয়ে রাখল একুয়াদোর    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।