Homeখেলাধুলোফুটবলসন্তোষ ট্রফি: ছ’ বছর পরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলার, ফাইনালে মুখোমুখি কেরলের...

সন্তোষ ট্রফি: ছ’ বছর পরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলার, ফাইনালে মুখোমুখি কেরলের   

প্রকাশিত

হায়দরাবাদ: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফিতে সবচেয়ে সফল দল বাংলা। এ বার চলছে সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণ। এর আগে যে ৭৭ বার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ৪৬ বারই ফাইনালে খেলেছে বাংলা। তার মধ্যে ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বাংলার। গত ছ’ বছর তারা চ্যাম্পিয়নের ট্রফি ঘরে নিয়ে যেতে পারেনি। এর মধ্যে অবশ্য দু’ বার রানার্স আপ হয়েছে। ছ’ বছর পর আবার বাংলার সামনে সুযোগ এল।    

সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণে ফাইনালে পৌঁছে গেল বাংলা এবং কেরল। ফাইনালে যাওয়ার পথে রবিবার হায়দরাবাদে আয়োজিত সেমিফাইনাল ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে ৪-২ গোলে হারাল বাংলা। ফাইনালে বাংলা মুখোমুখি হবে কেরলের। এ দিন আর একটি সেমিফাইনাল ম্যাচে কেরল ৫-১ গোলে হারাল মণিপুরকে।

বাংলা ৪-২ গোলে জয়ী

প্রথমার্ধেই বাংলা এগিয়ে যায় ৩-০ গোলে। শুরু থেকেই সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা দাপট দেখিয়েছে। আর তার ফল পেয়ে গেল ম্যাচের ১৭ মিনিটেই। বাংলার হয়ে প্রথম গোল করেন মনোতোষ মাজি। একের পর এক সুযোগ সৃষ্টি করে বাংলা এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও দু’টি গোল করে ফেলে তারা। প্রথমে নরহরি শ্রেষ্ঠর কাছ থেকে বল পেয়ে গোল করেন রবি হাঁসদা। সার্ভিসেস সেই ধাক্কা সামলাতে না সামলাতেই বাংলার তিন নম্বর গোল। এ বার নরহরিরই পা থেকে।

দ্বিতীয়ার্ধে হঠাৎই তেড়েফুঁড়ে ওঠে সার্ভিসেস। ম্যাচের ৫৩ মিনিটে একটা গোল শোধ করে তারা। সেই গোল আসে শ্রেয়স গোপালনের পা থেকে। ম্যাচের ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করে নিজের দলকে বিপদে ফেলে দেন বাংলার জুয়েল মজুমদার। ম্যাচের অতিরিক্ত সময়ে রবি হাঁসদার গোলে বাংলা নিশ্চিন্ত হয়। ৪-২ গোলে হারায় সার্ভিসেসকে।

জয়ের আনন্দে কেরল। ছবি সৌজন্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

কেরল ৫-১ গোলে জয়ী

হায়দরাবাদে আয়োজিত আর একটি সেমিফাইনাল ম্যাচে সাত বারের চ্যাম্পিয়ন কেরল হেলায় হারাল এক বারের চ্যাম্পিয়ন মণিপুরকে। খেলার ফল কেরলের পক্ষে ৫-১। কেরলের হয়ে হ্যাটট্রিক করেন মহম্মদ রোশল।

প্রথমার্ধে নসিব রহমানের গোলে ১-০ এগিয়ে গিয়েছিল কেরল। কিন্তু পেনাল্টি থেকে গোল করে মণিপুরের শঞ্জুনাথন রাগুই ম্যাচে সমতা নিয়ে আসেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মহম্মদ আজসল গোল করে কেরলকে ২-১ ফলে এগিয়ে দেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে মণিপুরকে কার্যত উড়িয়ে দেয় কেরল। ম্যাচের ২২ মিনিটের মধ্যে ৩টি গোল করে হ্যাটট্রিক করেন মহম্মদ রোশল এবং দলকে ৫-১ গোলে জিতিয়ে দেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।