লন্ডন: মহিলাদের টেনিসে প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন পেল পোল্যান্ড। বিশ্ব র্যাঙ্কিং-এ চার নম্বরে থাকা ইগা শিয়নটেক ফাইনালে কার্যত উড়িয়ে দিলেন র্যাঙ্কিং-এ বারো নম্বরে থাকা আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে। খেলার পর ৬-০, ৬-০। প্রথম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন শিয়নটেক। এই নিয়ে পোল্যান্ডের তারকার ছ’ নম্বর গ্র্যান্ড স্লাম জেতা।
উইম্বলডন ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই প্রত্যাশিত। কিন্তু শিয়নটেকের সামনে এ দিন দাঁড়াতেই পারলেন না আনিসিমোভা। মাত্র ৫৭ মিনিটের লড়াইয়ে উইম্বলডনে ১৩ নম্বর বাছাই আনিসিমোভাকে ধূলিসাৎ করলেন ৮ নম্বর বাছাই শিয়নটেক।
গোটা ম্যাচে একটা গেমও জিততে পারলেন না আনিসিমোভা। উইম্বলডন ফাইনালে এ ধরনের ঘটনা ঘটেছিল ১১৪ বছর আগে। ঘটনাটা ১৯১১-র। সে বার উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স ৬-০, ৬-০ ফলে হারিয়েছিলেন ডোরা বুথবিকে।
তবে অবশ্য আরও এক বার গ্র্যান্ড স্লাম ফাইনালে এই ধরনের ঘটনা ঘটেছে। সেটা হল ফরাসি ওপেনের ফাইনাল। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফ ৬-০, ৬-০ ফলে হারিয়েছিলেন নাতাশা জ়েরেভাকে।