Homeখেলাধুলোএশিয়াড হকি: উজবেকিস্তানের পরে সিঙ্গাপুর, আবার ১৬ গোল ভারতের, হ্যাটট্রিক হরমনপ্রীত ও...

এশিয়াড হকি: উজবেকিস্তানের পরে সিঙ্গাপুর, আবার ১৬ গোল ভারতের, হ্যাটট্রিক হরমনপ্রীত ও মনদীপের   

প্রকাশিত

ভারত: ১৬ (হরমনপ্রীত হ্যাটট্রিক-সহ ৪, মনদীপ হ্যাটট্রিক-সহ ৩, অভিষেক ২, বরুণ ২, ললিত, সুমিত, অমিত, মনপ্রীত, শমসের)

সিঙ্গাপুর: ১ (মুহাম্মদ)

হ্যাংঝাউ: আবার ১৬ গোল। এশিয়ান গেমসের আসরে পুরুষদের হকিতে প্রতিপক্ষকে গোলের মালা পরাচ্ছে ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬ গোল দেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকেও ১৬ গোল দিল ভারত। তবে এ দিন সান্ত্বনা পুরস্কার পেয়েছে সিঙ্গাপুর। তারা ভারতকে একটা গোল দিতে পেরেছে।

তবে এ দিন ভারত যে হারে গোল করার সুযোগ মিস করেছে, সেটা না করলে কত গোলে যে জিতত তা হিসেব করা মুশকিল। ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে, ২৮ সেপ্টেম্বর।  

একমাত্র গোলকিপার শ্রীযশ এবং গুজরন্ত ছাড়া ভারতের বাদ বাকি ৯ জন প্লেয়ারই গোল করেন। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত হ্যাটট্রিক-সহ ৪, মনদীপ হ্যাটট্রিক-সহ ৩, অভিষেক ও বরুণ ২টি করে এবং ললিত, সুমিত, অমিত, মনপ্রীত এবং শমসের ১টি করে। সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন মুহম্মদ।  

প্রথমার্ধে ৬, দ্বিতীয়ার্ধে ১১ গোল     

ভারতের ছন্দে আসতে একটু সময় লাগে। দুটো পেনাল্টি কর্নারও মিস হয়। ম্যাচ শুরু হওয়ার ১২ মিনিট পরে অচলাবস্থা কাটে। প্রথম গোল করে ভারত। মনদীপ সিং শুরু করেন ভারতের হয়ে খাতা খোলা। মনে করা হয়েছিল গোলের বন্যা বইবে। কিন্তু ভারতের মিস করার বহর বাড়তেই থাকে। প্রথম কোয়ার্টারেই ৫টি পেনাল্টি কর্নার মিস করে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলেই এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের খেলা শুরু হতেই এক মিনিটের মধ্যেই গোল করেন ললিত উপাধ্যায়। ১১ মিনিট পরে তৃতীয় গোল। এবার গোল দেন গুজরন্ত। এর পর প্রায় প্রতি মিনিটে একটি করে গোল করে ভারত। সুমিত, হরমনপ্রীত ও অমিত গোল করেন। প্রায় সব ক’টিই ফিল্ড গোল। একটি পেনাল্টি কর্নার থেকে। বিরতিতে ভারত ৬-০ গোলে এগিয়ে যায়।

বিরতির পর তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার ৭ মিনিট পরে গোল আসে ভারতের। পর পর দুটি মিনিটে গোল করেন মনপ্রীত ও শমসের সিং। ভারত এগিয়ে যায় ৮-০ গোলে। পর পর পেনাল্টি কর্নার আরও দুটো গোল করে হ্যাটট্রিক করেন হরমনপ্রীত। ভারত এগিয়ে যায় ১০-০ গোলে। দলের একাদশ গোলটিও আসে হরমনপ্রীতের স্টিক থেকে। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত এগিয়ে থাকে ১১-০ গোলে।

শেষ কোয়ার্টারে ভারত আরও ৫টি গোল করে। ভারতের চতুর্দশ গোলটি হওয়ার পরে সিঙ্গাপুর ১টি গোল করে ফেলে। আসলে ভারতের গোলকিপার শ্রীযশ নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারই সুযোগে গোল পেয়ে যান সিঙ্গাপুরের মুহাম্মদ। উল্লাসে ফেটে পড়ে সিঙ্গাপুরের সমর্থকরা। তবে সেই উল্লাস ৩-৪ মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। এর পর ভারত আরও দুটো গোল করে স্কোর নিয়ে যায় ১৬-১-এ।      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।