Homeখেলাধুলোজুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে হারাল ৫-৩ ব্যবধানে

জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে হারাল ৫-৩ ব্যবধানে

প্রকাশিত

বুধবার জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে পাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। গোটা ম্যাচেই উত্তেজনা ছিল তুঙ্গে। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়লেও ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণাত্মক খেলে জয় নিশ্চিত করে পিআর শ্রীজেশের দল।

ম্যাচের চতুর্থ মিনিটেই পাকিস্তানের হান্নান শহিদ গোল করে দলকে এগিয়ে দেন। তবে, এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভারতের আরাইজিৎ সিংহ হুন্ডাই। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেয় ভারত। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে আবারও আরাইজিৎ গোল করেন। পরের মিনিটেই দিলরাজ সিংহ গোল করে ব্যবধান বাড়ান (৩-১)। তবে, কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের সুফিয়ান খান গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেন (৩-২)।

তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান পেনাল্টি থেকে গোল করে ৩-৩ সমতা ফেরায়। ভারতের আক্রমণ ভাগ একাধিক সুযোগ হাতছাড়া করে। তবে চতুর্থ কোয়ার্টারেই চূড়ান্ত সাফল্য পায় ভারত। ৪৬ মিনিটে আরাইজিৎ হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং দলকে এগিয়ে দেন (৪-৩)। ম্যাচের ৫৬ মিনিটে ফের গোল করে ভারতের জয়ের মুকুট নিশ্চিত করেন তিনি।

এই জয়ের মাধ্যমে ভারতের জুনিয়র দল আরও একবার এশিয়া কাপ হকির শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।