Homeখেলাধুলোজুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে হারাল ৫-৩ ব্যবধানে

জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চমবার চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে হারাল ৫-৩ ব্যবধানে

প্রকাশিত

বুধবার জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে পাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। গোটা ম্যাচেই উত্তেজনা ছিল তুঙ্গে। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়লেও ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণাত্মক খেলে জয় নিশ্চিত করে পিআর শ্রীজেশের দল।

ম্যাচের চতুর্থ মিনিটেই পাকিস্তানের হান্নান শহিদ গোল করে দলকে এগিয়ে দেন। তবে, এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাকিস্তান। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভারতের আরাইজিৎ সিংহ হুন্ডাই। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেয় ভারত। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে আবারও আরাইজিৎ গোল করেন। পরের মিনিটেই দিলরাজ সিংহ গোল করে ব্যবধান বাড়ান (৩-১)। তবে, কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের সুফিয়ান খান গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেন (৩-২)।

তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান পেনাল্টি থেকে গোল করে ৩-৩ সমতা ফেরায়। ভারতের আক্রমণ ভাগ একাধিক সুযোগ হাতছাড়া করে। তবে চতুর্থ কোয়ার্টারেই চূড়ান্ত সাফল্য পায় ভারত। ৪৬ মিনিটে আরাইজিৎ হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং দলকে এগিয়ে দেন (৪-৩)। ম্যাচের ৫৬ মিনিটে ফের গোল করে ভারতের জয়ের মুকুট নিশ্চিত করেন তিনি।

এই জয়ের মাধ্যমে ভারতের জুনিয়র দল আরও একবার এশিয়া কাপ হকির শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।