Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি...

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ

প্রকাশিত

হ্যাংঝাউ: চলতি এশিয়ান গেমসে এই প্রথম একটা দিন সোনাহীন কাটল ভারতের। সোমবার ঝুলিতে এল ৭টি পদক – ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ। এই নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬০ – ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ।

পদকপ্রাপ্তির তালিকায় ভারত চতুর্থ স্থানেই রয়েছে। ১৪৭টি সোনা, ৮১টি রুপো এবং ৪২টি ব্রোঞ্জ অর্থাৎ মোট ২৭০টি পদক নিয়ে শীর্ষে রয়েছে যথারীতি চিন। তারা সকলের ধরাছোঁয়ার বাইরে। সোনার পদকের ভিত্তিতে দ্বিতীয় স্থানে জাপান। তারা পেয়েছে ৩৩টি সোনা, ৪৪টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ, মোট ১২২টি পদক। মোট পদকের সংখ্যায় এগিয়ে থাকলেও ২টি স্বর্ণপদক কম পাওয়ায় দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয় স্থানে। তারা পেয়েছে ৩১টি সোনা, ৩৯টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জ, মোট ১৩৩টি পদক।   

অ্যাথলেটিক্সে ৩টি রুপো, ১টি ব্রোঞ্জ

সোমবার মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে ৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ড সময় করে রুপো পেলেন পারুল চৌধরী এবং তাঁর চেয়ে প্রায় ১৬ সেকেন্ড সময় বেশি করে ব্রোঞ্জ পেলেন প্রীতি। অন্য দিকে মেয়েদের লং জাম্পে রুপো পেলেন অ্যান্সি সোজান এড়াপ্পিল্লি। অ্যান্সি নিজের সেরা স্কোর ছাপিয়ে ৬.৬৩ মিটার লাফিয়েছেন।

৪x৪০০ মিটার মিক্সড রিলেতে মহম্মদ আজমল, বিথ্যা রামরাজ, রাজেশ রমেশ এবং শুভা বেঙ্কটেশনের দল ৩ মিনিট ১৪.৩৪ সেকেন্ড সময় করে প্রথমে তৃতীয় স্থান পেয়েছিল। কিন্তু এই বিভাগে রুপো পাওয়া শ্রীলঙ্কার এক দৌড়বিদ লেন ভাঙায় তাদের বাতিল করা হয়। ফলে ভারতীয় দল রুপো পায়।  

স্কেটিং-এ ২টি ব্রোঞ্জ

সোমবার দিনের প্রথম পদক আসে স্কেটিং থেকে। পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জেতে চাইনিজ তাইপেই। রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

এই খেলায় মহিলাদের দলও ব্রোঞ্জ জেতে। সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ ৩০০০ মিটার শেষ করেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ডে। এই প্রতিযোগিতায় সোনা জেতে চাইনিজ তাইপেই এবং রুপো দক্ষিণ কোরিয়া।

টেবিল টেনিসেসুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ

রবিবার এশিয়ান গেমসের টেবিল টেনিস কোর্টে ইতিহাস সৃষ্টি করা সুতীর্থা মুখার্জি আর ঐহিকা মুখার্জিকে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল। সোমবার তাঁরা সেমিফাইনালে হেরে গেলেন উত্তর কোরিয়ার সুয়ং চা এবং সুগইয়ং পাকের কাছে।

তীরন্দাজিতে পদক আসতে পারে  

তীরন্দাজিতে ছেলেদের দলগত বিভাগের ছ’টি ইভেন্টেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। এ ছাড়া কম্পাউন্ড বিভাগে পাঁচটি সোনা জেতার সুযোগ থাকছে তাদের সামনে। কিন্তু মহিলা দল ব্যক্তিগত রিকার্ভ থেকে বিদায় নিয়েছেন।

ব্যাডমিন্টনেও

পুরুষদের সিঙ্গলসে কিদম্বি শ্রীকান্ত এবং ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

আরও পড়ুন

এএফসি কাপ: ভুলের প্রায়শ্চিত্ত করে কামিংস-এর জোড়া গোল, মালদ্বীপের মাজিয়াকে হারাল মোহনবাগান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।