Home খেলাধুলো প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায়...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায় ভারত ত্রয়োদশ স্থানে      

0
সোনা জিতে নিলেন হরবিন্দর। ছবি 'এক্স' থেকে নেওয়া।

প্যারিস: এবারের প্যারালিম্পিক্সে পদক প্রাপ্তির সংখ্যায় ভারত উঠে এল ত্রয়োদশ স্থানে। প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনেই ভারত টোকিও প্যারালিম্পিক্সে পাওয়া পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছিল। কিন্তু সোনার পদক পাওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। টোকিওতে ভারত পেয়েছিল ৫টা সোনা। ষষ্ঠ দিন পর্যন্ত ভারতের ঘরে সোনার পদক ছিল ৩টে। সোনার পদক পাওয়ার ব্যাপারে পিছিয়ে থাকার খেদটাও মিটতে চলেছে। প্যারালিম্পিক্সের সপ্তম দিনে আরও ২টো স্বর্ণপদক পেয়েছে ভারত। সুতরাং সোনার পদক পাওয়ার ক্ষেত্রে টোকিওকে ছুঁয়ে ফেলল ভারত। আপাতত প্যারিসে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ – ৫টি সোনা, ৯টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ।

প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারত ২টি সোনার পদক ছাড়াও পেয়েছে ২টি রুপোর পদক। তিরন্দাজিতে সোনা জিতেছেন হরবিন্দর সিং। এদিনের দ্বিতীয় সোনার পদকটি পেয়েছেন ধরমবীর, ক্লাব থ্রো ইভেন্টে। ওই একই ইভেন্টে রুপোর পদক জিতেছেন প্রণব সুর্মা। দ্বিতীয় রুপোর পদকটি এসেছে শট পুট-এ, পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সরজেরাও খিলাড়ি।

paris dharambir 05.09

ক্লাব থ্রো-এ সোনা জিতলেন ধরমবীর। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম সোনা এল ভারতের ঘরে। সোনা এল হরবিন্দর সিংয়ের হাত ধরে। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টের ফাইনালে হরবিন্দর হারালেন পোল্যান্ডের লুকাস সিজেককে। ম্যাচের ফল হরবিন্দরের পক্ষে ২৮-২৪, ২৮-২৭, ২৯-২৫। টোকিও প্যারালিম্পিক্সে হরবিন্দর ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন সোনা জয়ের পথে হরবিন্দরকে ৫টি ম্যাচ খেলতে হয়। কিন্তু তাঁর মধ্যে এতটুকু ক্লান্তির ছাপ ছিল না।

ক্লাব থ্রো-এর এফ৫১ ইভেন্টের ফাইনালে সোনা ও রুপো, দুটি পদকই পেল ভারত। ৩৪.৯২ মিটার দূরত্বে ক্লাব ছুড়ে সোনার পদক জিতে নিলেন ধরমবীর। আর ৩৪.৫৯ মিটার দূরত্বে ক্লাব ছুড়ে প্রণব সুর্মা জিতে নিলেন রৌপ্যপদক।

পুরুষদের শট পুট-এ (লোহার বল নিক্ষেপ) এফ৪৬ ইভেন্টে রুপোর পদক জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সরজেরাও খিলাড়ি। তাঁর লোহার বল নিক্ষেপের সবচেয়ে বেশি দূরত্বটি হল ১৬.৩২ মিটার। এই ইভেন্টে ১৬.৩৮ মিটার দূরত্বে লোহার বল ছুড়ে সোনা জিতে নেন কানাডার জি স্টূয়ার্ট। ব্রোঞ্জ পদক পান ক্রোয়েশিয়ার এল বাকোভিচ। তাঁর দূরত্ব ১৬.২৭ মিটার।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: এত পদক আগে কখনও আসেনি ভারতের ঘরে, ছাপিয়ে গেল টোকিওকেও      

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version