Home খেলাধুলো তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু: ভারতীয় ত্রয়ী জ্যোতি-পরণীত-অদিতির সোনা জয়

তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু: ভারতীয় ত্রয়ী জ্যোতি-পরণীত-অদিতির সোনা জয়

0
সোনাজয়ী পরণীত কৌর, জ্যোতি সুরেখা বেন্নাম এবং অদিতি স্বামী (বাঁদিক থেকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ)। ছবি আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ‘এক্স’ হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক। পরপর তিনবার সোনা জিতলেন ভারতীয় ত্রয়ী জ্যোতি সুরেখা বেন্নাম, পরণীত কৌর এবং অদিতি স্বামী। শনিবার বিশ্বকাপ স্টেজ টু-তে কম্পাউন্ড মহিলা বিভাগের ফাইনালে তাঁরা তুরস্ককে হারালেন ২৩২-২২৬ পয়েন্টে।

ভারতীয় তিরন্দাজ-ত্রয়ী কম্পাউন্ড মহিলা বিভাগে বিশ্বের এক নম্বর। ‘স্টেজ টু’ ফাইনালে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন তুরস্কের হাজাল বুরুন, আয়সে বেরা সুজার এবং বেগম যুবা। ভারতীয় ত্রয়ী গোড়া থেকেই পুরো আধিপত্য বিস্তার করে খেলেছেন। কোনো সেটেই তাঁরা হারেননি। শেষ পর্যন্ত ছয় পয়েন্টের ব্যবধানে তুরস্কের ত্রয়ীকে পরাজিত করেন।

তবে দ্বিতীয় সোনা জেতার সুযোগ হাতছাড়া করলেন জ্যোতি সুরেখা বেন্নাম। তিনি ও প্রিয়াংশ কম্পাউন্ড মিক্সড্‌ টিম ফাইনালে হেরে যান মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া ডিন এবং সওয়ার সুলিভানের কাছে ১৫৩-১৫৫ পয়েন্টে।

জ্যোতি, পরণীত এবং অদিতির এই নিয়ে পরপর তিনবার বিশ্ব তিরন্দাজিতে সোনা জেতা হল। সাংহাইয়ে অনুষ্ঠিত ‘স্টেজ ওয়ান’-এও তাঁরা সোনা জিতেছিলেন। তাঁরা ফাইনালে হারিয়েছিলেন ইতালিকে। এর আগে গত বছর প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজির ‘স্টেজ ফোর’ তথা ফাইনাল স্টেজেও তাঁরা সোনা জেতেন।       

তিরন্দাজি বিশ্বকাপ তথা হুন্ডাই তিরন্দাজি বিশ্বকাপের ‘স্টেজ টু’ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইয়েচিয়নে। তিরন্দাজি বিশ্বকাপের চারটি পর্যায় রয়েছে। ‘স্টেজ ওয়ান’ অনুষ্ঠিত হয়েছিল চিনের সাংহাইতে, ২৩ এপ্রিল থেকে ২৮ এপ্রিল। ইয়েচিয়নে ‘স্টেজ টু’ প্রতিযোগিতা শুরু হয়েছে ২১ মে, চলবে ২৬ মে পর্যন্ত। ‘স্টেজ থ্রি’ প্রতিযোগিতা হবে তুরস্কের আনতালিয়ায় ১৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এবং ফাইনাল হবে মেক্সিকোর তলাস্কালায় ১৯-২০ অক্টোবর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version