Homeখেলাধুলোতিরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু: ভারতীয় ত্রয়ী জ্যোতি-পরণীত-অদিতির সোনা জয়

তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু: ভারতীয় ত্রয়ী জ্যোতি-পরণীত-অদিতির সোনা জয়

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক। পরপর তিনবার সোনা জিতলেন ভারতীয় ত্রয়ী জ্যোতি সুরেখা বেন্নাম, পরণীত কৌর এবং অদিতি স্বামী। শনিবার বিশ্বকাপ স্টেজ টু-তে কম্পাউন্ড মহিলা বিভাগের ফাইনালে তাঁরা তুরস্ককে হারালেন ২৩২-২২৬ পয়েন্টে।

ভারতীয় তিরন্দাজ-ত্রয়ী কম্পাউন্ড মহিলা বিভাগে বিশ্বের এক নম্বর। ‘স্টেজ টু’ ফাইনালে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন তুরস্কের হাজাল বুরুন, আয়সে বেরা সুজার এবং বেগম যুবা। ভারতীয় ত্রয়ী গোড়া থেকেই পুরো আধিপত্য বিস্তার করে খেলেছেন। কোনো সেটেই তাঁরা হারেননি। শেষ পর্যন্ত ছয় পয়েন্টের ব্যবধানে তুরস্কের ত্রয়ীকে পরাজিত করেন।

তবে দ্বিতীয় সোনা জেতার সুযোগ হাতছাড়া করলেন জ্যোতি সুরেখা বেন্নাম। তিনি ও প্রিয়াংশ কম্পাউন্ড মিক্সড্‌ টিম ফাইনালে হেরে যান মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া ডিন এবং সওয়ার সুলিভানের কাছে ১৫৩-১৫৫ পয়েন্টে।

জ্যোতি, পরণীত এবং অদিতির এই নিয়ে পরপর তিনবার বিশ্ব তিরন্দাজিতে সোনা জেতা হল। সাংহাইয়ে অনুষ্ঠিত ‘স্টেজ ওয়ান’-এও তাঁরা সোনা জিতেছিলেন। তাঁরা ফাইনালে হারিয়েছিলেন ইতালিকে। এর আগে গত বছর প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজির ‘স্টেজ ফোর’ তথা ফাইনাল স্টেজেও তাঁরা সোনা জেতেন।       

তিরন্দাজি বিশ্বকাপ তথা হুন্ডাই তিরন্দাজি বিশ্বকাপের ‘স্টেজ টু’ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইয়েচিয়নে। তিরন্দাজি বিশ্বকাপের চারটি পর্যায় রয়েছে। ‘স্টেজ ওয়ান’ অনুষ্ঠিত হয়েছিল চিনের সাংহাইতে, ২৩ এপ্রিল থেকে ২৮ এপ্রিল। ইয়েচিয়নে ‘স্টেজ টু’ প্রতিযোগিতা শুরু হয়েছে ২১ মে, চলবে ২৬ মে পর্যন্ত। ‘স্টেজ থ্রি’ প্রতিযোগিতা হবে তুরস্কের আনতালিয়ায় ১৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এবং ফাইনাল হবে মেক্সিকোর তলাস্কালায় ১৯-২০ অক্টোবর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।