Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টন, তিরন্দাজিতে ‘রাউন্ড অফ ১৬’-য় প্রণয়-লক্ষ্য-সিন্ধু এবং দীপিকা, বক্সিং-এ...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টন, তিরন্দাজিতে ‘রাউন্ড অফ ১৬’-য় প্রণয়-লক্ষ্য-সিন্ধু এবং দীপিকা, বক্সিং-এ লাভলিনা ও নিশান্ত কোয়ার্টার ফাইনালে   

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বুধবার প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিনে ভারত বেশ কিছু খেলায় যোগ দেয়। এর মধ্যে ছিল তিরন্দাজি, বক্সিং, শুটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ইকুয়েস্ট্রিয়ান। এই খেলাগুলি থেকে যেমন সাফল্যের খবর এসেছে, তেমনই রয়েছে ব্যর্থতার খবর।

ব্যাডমিন্টনে দুর্দান্ত লড়াই করে এইচএস প্রণয় পৌঁছে গিয়েছেন ‘রাউন্ড অফ ১৬’-য়। লক্ষ্য সেন এবং পিভি সিন্ধুও একই রাউন্ডে পৌঁছেছেন। তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকা কুমারী এদিন পর পর দুটি রাউন্ডে জিতে জায়গা করে নিয়েছেন ‘রাউন্ড অফ ১৬’-য়। বক্সিং-এও এসেছে সাফল্য। লাভলিনা বরগোহাইঁ ও নিশান্ত দেব পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে। শুটিং-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে স্বপ্ননীল কুশালে ফাইনালে উঠেছেন।     

টেবিল টেনিস থেকে ব্যর্থতার খবর। শ্রীজা আকুলা এবং মণিকা বাত্রা ছিটকে গিয়েছেন ‘রাউন্ড অফ ১৬’ থেকে। তিরন্দাজিতেও রয়েছে ব্যর্থতার খবর। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে ‘রাউন্ড অফ ৬৪’-তে বিদায় নিয়েছেন তরুণদীপ রাই। শুটিং-এ বিদায় নিয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।

পঞ্চম দিনে ভারতের ফল

ব্যাডমিন্টন

এস্তোনিয়ার ক্রিস্তিন কুবাকে ২১-৫, ২১-১০ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য় পিভি সিন্ধু।

প্রথম গেমে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিলেন এইচএস প্রণয়। ভিয়েতনামের লে দুক ফাতকে ১৬-২১, ২১-১১, ২১-১২ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য়।

ইন্দোনেশিয়ার জোনাতন খ্রিস্টিকে ২১-১৮, ২১-১২ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য় লক্ষ্য সেন।

টেবিল টেনিস

‘রাউন্ড অফ ১৬’ থেকে বিদায় নিলেন শ্রীজা আকুলা। তিনি শীর্ষ বাছাই চিনের সান ইংশার কাছে ০-৪ গেমে পরাজিত হলেন। একই ভাবে বিদায় নিলেন মণিকা বাত্রা। জাপানের মিউ হিরানোর ১-৪ গেমে হার মানলেন।

শুটিং

শুটিং-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ৫৯০ পয়েন্ট স্কোর করে সপ্তম স্থান দখল করে স্বপ্ননীল কুশালে ফাইনালে উঠেছেন। ওই একই ইভেন্টে একাদশ স্থান পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।

মেয়েদের ট্র্যাপ কোয়ালিফিকেশনের দ্বিতীয় দিনে রাজেশ্বরী কুমারী এবং শ্রেয়সী সিং যথাক্রমে ২২তম ও ২৩তম স্থানে রয়েছেন।

বক্সিং

মেয়েদের ৭৫ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-য় এস্তোনিয়ার সুনিভা হফস্টাদকে হারিয়ে লাভলিনা বরগোহাইঁ পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে।

পুরুষদের ৭১ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-য় একুয়াদোরের খোসে গাব্রিয়েল রদরিগুয়েজ তেনরিওকে হারিয়ে নিশান্ত দেব পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে।

তিরন্দাজি

মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ‘রাউন্ড অফ ৬৪’-তে দীপিকা কুমারী এস্তোনিয়ার রিনা পারনাতকে ৬-৫ স্কোরে হারিয়ে পৌঁছোন ‘রাউন্ড অফ ৩২’-এ। তার পর নেদারল্যান্ডসের কুইন্তি রোয়েফেনকে ৬-২ স্কোরে হারিয়ে পৌঁছে গেলেন ‘রাউন্ড অফ ১৬’-য়।

পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের ‘রাউন্ড অফ ৬৪’-তে তরুণদীপ রাই গ্রেট ব্রিটেনের টম হলের কাছে ৪-৬ স্কোরে বিদায় নিলেন।

ইকুয়েস্ট্রিয়ান

গ্রুপ ‘ই’-তে নবম স্থানে থেকে বিদায় নিলেন অনুশ আগরওয়ালা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।