Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: মেয়েদের তিরন্দাজি দলের বিদায়, দেখে নিন অন্যান্য খেলায় ভারতের...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: মেয়েদের তিরন্দাজি দলের বিদায়, দেখে নিন অন্যান্য খেলায় ভারতের ফল

0
‘রাউন্ড অফ ৩২’-এ পৌঁছোলেন মণিকা বাত্রা। ছবি India at Paris 2024 Olympics ‘X’ থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: মেয়েদের শুটিং-এ মনু ভাকেরের ব্রোঞ্জ পদক জেতার দিন মন খারাপের খবর। ভারতের মেয়েদের তিরন্দাজি দল কোয়ার্টার ফাইনালে ০-৬ ফলে হেরে গেল নেদারল্যান্ডসের কাছে। প্যারিস অলিম্পিক্স আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার একদিন আগেই শুরু হয়ে যায় তিরন্দাজি প্রতিযোগিতা। ভজন কৌর, দীপিকা কুমারী এবং অঙ্কিতা ভকতের টিম প্রথম দিনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যে আশা জাগিয়েছিল তা রবিবার শেষ হয়ে গেল।

তবে অন্য খেলায় আশা জাগিয়ে রেখেছেন ভারতের খেলোয়াড়রা। ব্যাডমিন্টনে  পিভি সিন্ধু ও এইচএস প্রণয়, বক্সিং-এ নিখাত জারিন, রোয়িং-এ বলরাজ পানোয়ার, শুটিং-এ অর্জুন বাবুতা ও রমিতা জিন্দল এবং টেবিল টেনিসে মণিকা বাত্রা ও শ্রীজা আকুলা পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছেন।

রবিবার বিভিন্ন বিভাগে ভারতের খেলার ফলাফল

তিরন্দাজি

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় মেয়েদের তিরন্দাজি দলের।

ব্যাডমিন্টন

প্রথম রাউন্ডে পিভি সিন্ধু মলদ্বীপের ফতিমা রাজ্জাককে ২১-৯, ২১-৬ ফলে হারিয়েছেন।

এইচএস প্রণয় জার্মানির ফাবিয়ান রথকে ২১-১৮, ২১-১২ ফলে হারিয়েছেন।

বক্সিং

মেয়েদের ৫০ কেজি বিভাগে নিখাত জারিন জার্মানির মাক্সি ক্লোয়েৎজারকে ৫-০ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য় পৌঁছে গেছেন।

রোয়িং

পুরুষদের সিঙ্গল স্কালসে রিপেচেজ রাউন্ডে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন বলরাজ পানোয়ার।

শুটিং

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকেরের ব্রোঞ্জ জয়।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সপ্তম হয়ে ফাইনালে অর্জুন বাবুতা। দ্বাদশ হয়ে বিদায় নিয়েছেন সন্দীপ সিং।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে পঞ্চম হয়ে ফাইনালে রমিতা জিন্দল। বিদায় নিয়েছেন এলাবেনিল বালারিবন।  

সাঁতার

পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে ৫৫.০১ সেকেন্ড সময় কত্রে ৪৬ জনের মধ্যে ৩৩তম স্থানে আছেন শ্রীহরি নটরাজ।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল হিটে ২ মিনিট ০৬.৯৬ সেকেন্ড সময় করে ৩০ জনের মধ্যে ২৩তম স্থানে আছেন ধিনিধি দেসিঙ্ঘু।

টেবিল টেনিস

গ্রেট ব্রিটেনের আন্না হারসেকে ৪-১ ফলে হারিয়ে মেয়েদের সিঙ্গলসে ‘রাউন্ড অফ ৩২’-এ পৌঁছে গিয়েছেন মণিকা বাত্রা।

সুইডেনের খ্রিস্টিনা কলবার্গকে ৪-০ ফলে হারিয়ে মেয়েদের সিঙ্গলসে ‘রাউন্ড অফ ৩২’-এ পৌঁছে গিয়েছেন শ্রীজা আকুলা।

বিদায় নিয়েছেন শরৎ কমল এবং হরমিত দেশাই।

টেনিস

প্রথম রাউন্ডে ফ্রান্সের কোরেনটিন মাউটেটের কাছে ২-৬, ৬-২, ৫-৭ ফলে বিদায় নিলেন সুমিত নগল।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের প্রথম পদক, ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ মনু ভাকেরের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version