সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৪/৭ (অভিষেক-৩৪, জাডেজা-২২/৩)
চেন্নাই সুপার কিংস: ১৩৮/৩ (ঋতুরাজ-৩৫, কনওয়ে-৭৭*)
এ বারও চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। শুক্রবার ব্যাটে-বলে দাপট দেখাল চেন্নাই। ৭ উইকেটে আইডেন মার্করামদের উড়িয়ে দিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে আসছেন মহেন্দ্র সিং ধোনিরা।
ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হায়দরাবাদ শুরুটা ভালো করলেও ১৮ রানের মাথায় আউট হন হ্যারি ব্রুক। অভিষেক শর্মা ৩৪ ও রাহুল ত্রিপাঠি ২১ রান করে আউট হন। সানরাইজার্স হায়দরাবাদের ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।
টার্গেট তাড়া করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে বেশ ধামাকাদার মেজাজেই ব্যাটিং করেছিলেন। তাঁদের মধ্যে ৮৭ রানের ওপেনির পার্টনারশিপ গড়ে ওঠে। ৩৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ে ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। তিনি হায়দরাবাদের বোলারদের কার্যত দুরমুশ করতে শুরু করেন। উল্লেখযোগ্য ভাবে, রান পাননি অজিঙ্ক রাহানে। অম্বাতি রায়ডুও মাত্র ৯ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের পর ডেভন কনওয়ের ব্যাটিং দাপট ইন্ডিয়ান সুপার লিগের ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেওয়া রবীন্দ্র জাডেজা সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। এছাড়া আকাশ সিং, মহেশ থিক্ষণা এবং মাথিসা পাথিরানাও একটি করে উইকেট শিকার করেন।