Home বিনোদন ‘নষ্টনীড়’ সিরিজে দেখা যাবে সন্দীপ্তাকে, পরিচালনায় অদিতি রায়

‘নষ্টনীড়’ সিরিজে দেখা যাবে সন্দীপ্তাকে, পরিচালনায় অদিতি রায়

‘নষ্টনীড়’ রবীন্দ্রনাথের শিলাইদহ পর্বের গল্পগুলি থেকে একেবারে আলাদা। তাঁর ছোটগল্পের সম্ভারে অন্যতম ঐশ্বর্যময় গল্প ‘নষ্টনীড়’। 

১৩০৮  (১৯০১ খ্রীষ্টাব্দ) বঙ্গাব্দে বৈশাখ ও অগ্রহায়ণ সংখ্যা ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হওয়া গল্পটি লেখা হয়ে গিয়েছিল তার আগের বছরেই। ‘নষ্টনীড়’ গল্পটি থেকেই নারীপুরুষের মনের বিচিত্র অভিঘাত প্রকাশের মুন্সিয়ানাটাও যেন স্পষ্ট হয়ে উঠেছে। নষ্টনীড় গল্পে হৃদয়াবেগের চেয়ে মনোবিকলন, গতির চেয়ে বিবৃতি, চলমানতার চেয়ে বিশ্লেষণ বেশি। মানবমনের সূক্ষ্ম অনুভূতি আর সংবেদনশীল আচরণের ঘাতপ্রতিঘাতে গল্পটির কোথাও নিছক পরকীয়ার শিলমোহর পড়েনি।

তবে এইবার ‘নষ্টনীড়’-এর গল্প বলবেন পরিচালক অদিতি রায়। আর তাতে অপর্ণা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন।

হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ। প্রকাশ্যে এল চরিত্রদের লুক।

ছবিতে অপর্ণার স্বামী ঋষভের ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। গোধূলি নামের চরিত্রে দেখা যাবে অঙ্গনা রায়কে। এছাড়াও রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় সৌম্য, রুকমা রায়।

পরিচালক অদিতিও ‘নষ্টনীড়’ ছবি নিয়ে বেশ আশাবাদী। শিঘ্রই এই সিরিজের রিলিজ ডেট ঘোষণা করা হবে বলেই খবর। প্রত্যেকটি এপিসোডের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়। 

রবীন্দ্রনাথ তাঁর নষ্টনীড় গল্পে এক গৃহবধুর নিঃসঙ্গতা, বন্ধুত্বের হাহাকার, সৃজনের বিকাশ, মনের পরিধিতে নিত্যনৈমিত্তিকতার মধ্যে বন্ধুত্ব-ভালোবাসা, মান-অভিমান ও দাম্পত্যের একঘেয়েমি ইত্যাদি বাহান্ন তাসের এক অভিনব ম্যাজিক দেখিয়ে সমকালকে আবিষ্ট করেছিলেন।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version