Home খেলাধুলো আইপিএল রামনবমীর নিরাপত্তা ইস্যুতে কলকাতায় হচ্ছে না কেকেআরের ম্যাচ, বদলাচ্ছে ভেন্যু

রামনবমীর নিরাপত্তা ইস্যুতে কলকাতায় হচ্ছে না কেকেআরের ম্যাচ, বদলাচ্ছে ভেন্যু

রামনবমী উপলক্ষে কলকাতা শহরে নিরাপত্তা ব্যবস্থার অভাবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি)-এর ৬ এপ্রিলের আইপিএল ম্যাচ কলকাতা থেকে সরিয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পিটিআইকে জানান, “আমরা বিসিসিআই-কে ম্যাচ পুনঃনির্ধারণের অনুরোধ করেছিলাম, কিন্তু কলকাতায় অন্য কোনও দিন ম্যাচ আয়োজনের সুযোগ নেই। তাই ম্যাচটি গুয়াহাটিতে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে ২০,০০০-র বেশি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়, এই বিশাল কর্মসূচির মধ্যে ইডেন গার্ডেন্সে ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

ইতিপূর্বেও হয়েছিল ভেন্যু পরিবর্তন
২০২৪ সালের শুরুতেও রামনবমীর কারণে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের সময়সূচি বদলাতে হয়েছিল। এবারও একই কারণে কলকাতার দর্শকরা নিজেদের শহরে কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন না।

আইপিএল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা বাকি
কেকেআর বনাম এলএসজি ম্যাচটি গুজরাট টাইটান্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে ধরা হচ্ছিল। তবে আইপিএল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কেকেআরের হোম ম্যাচ সরিয়ে নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সমর্থক। তাঁদের মতে, কলকাতার মতো ক্রিকেটপ্রেমী শহরে পরপর নিরাপত্তা ইস্যুর কারণে ম্যাচ বাতিল বা স্থানান্তর করা অনভিপ্রেত। তবে CAB জানিয়েছে, “পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দর্শকদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version