চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলমন্ত্রকের অধীনস্থ বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টরি ফিটার, মেশিনিস্ট, সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক ও মেকানিক (মোটর ভেহিকল) টার্নার ট্রেডে ১৯২ শিক্ষানবিশ নিয়োগ করতে হবে। ১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ করতে হবে। ২০২৫ সালের ১ মার্চের মধ্যে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি আর উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। মাসে ১০,৮৯৯-১২,২৬১ টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলবে। আবেদন করতে হলে
www.rwf.indianrailways.gov.in ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় —” The Assistant Personnel Officer-II, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore-560064″। শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১০০ টাকা করে আবেদনমূল্য লাগবে।