Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

প্রকাশিত

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী ৩-১৬, হরষিত রানা ২-২৮)

কলকাতা নাইট রাইডার্স: ১৫৭-৩ (১৬.৩ ওভার) (ফিল সল্ট ৬৮, শ্রেয়স আইয়ার ৩৩ নট আউট, অক্ষর পটেল ২-২৫)

কলকাতা: ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসকে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। সোমবার কলকাতার ইডেন গার্ডেন্স আয়োজিত আইপিএল-এর ম্যাচে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে গেল তারা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন বরুণ চক্রবর্তী। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটলস। কিন্তু দিল্লি ক্যাপিটলস-এর প্রায় কোনো ব্যাটারই কেকেআর-এর বোলারদের সামলাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১৫৩ রান। প্রত্যুত্তরে কেকেআর ২১ বল বাকি থাকতেই ওপেনার ফিল সল্ট, দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিংয়ের সুবাদে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। তারা করে ৩ উইকেটে ১৫৭ রান।

ব্যাটিংয়ে বিশেষ লড়াই দিতে পারলেন না ঋষভরা।

দিল্লির অসহায় আত্মসমর্পণ

কলকাতার বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন দিল্লির ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম বলা যেতে পারে কুলদীপ যাদব। ন’ নম্বরে ব্যাট করতে এসে ২৬ বলে ৩৫ রান করে নট আউট থাকেন তিনি। কুলদীপ এটুকু না করলে দিল্লি ক্যাপিটলস দেড়শোয় পৌঁছোতে পারত না।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে দিল্লি ক্যাপিটলস-এর। সবচেয়ে বেশি রান আসে চতুর্থ উইকেটের জুটিতে – ৩১ রান। দল ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। ৭ বলে ১৩ রান করে পৃথ্বী শ’ বৈভব অরোরার বলে ফিল সল্টকে ক্যাচ দিয়ে বিদায় নেন। দলের রান তখন ১৭। স্কোরের সঙ্গে মাত্র ১৩ রান যোগ হতেই আউট হন ইয়াক ফ্রেজার-মাকগুর্ক। তাঁর উইকেট দখল করেন মিশেল স্টার্ক। বেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দেন তিনি। মাকগুর্ক করেন ৭ বলে ১২ রান। তৃতীয় উইকেট পড়ে দলের ৩৭ রানে। শাই হোপকে বোল্ড করেন অরোরা।

এর পরে উইকেট পতন কিছুটা ঠেকানোর চেষ্টা করেন অভিষেক পোড়েল এবং দলের অধিনায়ক ঋষভ পন্থ। দলের চতুর্থ উইকেট পড়ে ৬৮ রানে। পোড়েলকে তুলে নেন হরষিত রানা সরাসরি বোল্ড করে। দলের স্কোরের সঙ্গে ২৫ রান যোগ হওয়ার পরে আউট হন ঋষভ পন্থ। ২০ বলে ২৭ রান করে বরুণ চক্রবর্তীর শ্রেয়স আইয়ারকে ক্যাচ দিয়ে ঋষভ প্যাভিলিয়নে ফিরে যান। এর পর দলের আরও ৪৭ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। সুনীল নারিন ১টি, হরষিত রানা ১টি এবং বরুণ চক্রবর্তী ২টি উইকেট দখল করেন। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের (২৬ বলে ৩৫ নট আউট) ব্যাটিংয়ের সুবাদে দিল্লি ক্যাপিটলস ৯ উইকেটে ১৫৩ রানে পৌঁছোয়। লিজার্ড উইলিয়ামস ২ বলে ১ রান করে নট আউট থাকেন।

২১ বল বাকি থাকতেই জয়

কেকেআর-এর জেতার জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৫৪। ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন যথারীতি ব্যাটিংয়ে ঝড় তোলেন। ৬.১ ওভারে কলকাতা পৌঁছে যায় ৭৯ রানে। অক্ষর পটেলের বলে ইয়াক ফ্রেজার-মাকগুর্ককে ক্যাচ দিয়ে নারিন প্যাভিলিয়নে ফিরে যান। এ দিন তাঁর সংগ্রহ ছিল ১০ বলে ১৫ রান। ততক্ষণে অবশ্য মারকুটে সল্টের ৫০ রান হয়ে গেছে।

কলকাতার আরও ২টি উইকেট ঘন ঘন পড়ে যায়। সল্ট বিদায় নেন দলের ৯৬ রানের মাথায়। তাঁকেও তুলে নেন অক্ষর পটেল। সরাসরি বোল্ড করেন। ৩৩ বলে ৬৮ রান করেন সল্ট। তাঁর রানে ছিল ৫টি ছয়, ৭টি চার। দলের স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ হতেই আউট হয়ে যান রিঙ্কু সিং। লিজার্ড উইলিয়ামসের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে বিদায় নেন রিঙ্কু। তিনি করেন ১১ বলে ১১ রান।

এর পরে দলের হাল ধরেন দুই আইয়ার – শ্রেয়স এবং বেঙ্কটেশ। তাঁদের জুটি অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ের মুখ দেখান। শ্রেয়স নট আউট থাকেন ২৩ বলে ৩৩ রান করে এবং বেঙ্কটেশ নট আউট থাকেন সমসংখ্যক ২৬ রান করে। ২১ বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় কেকেআর।        

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।