Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৫: শহরে আরসিবি, কেকেআর-এর বিরুদ্ধে শনিবারের ম্যাচের জন্য মাঝরাতে মেট্রো

আইপিএল ২০২৫: শহরে আরসিবি, কেকেআর-এর বিরুদ্ধে শনিবারের ম্যাচের জন্য মাঝরাতে মেট্রো

কলকাতায় আরসিবি। অনুশীলনে দলের অধিনায়ক বিরাট কোহলি।

খবর অনলাইন ডেস্ক: শনিবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। নিয়ম অনুযায়ী আগের বারের চ্যাম্পিয়ন দলকে দিয়ে তাদের ঘরের মাঠেই উদ্বোধন হয় পরের বারের আইপিএল-এর। গতবারের চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাই তাদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শনিবার তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরে যেতে সমস্যা না হয়, তার জন্য কলকাতা মেট্রো মাঝরাতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে।  

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দু’টি লাইনে চলবে পরিষেবা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার। তবে এর জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। সিএবি-র অনুরোধমতো এই অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ শনিবার ম্যাচের পরে রাত রাত ১২.১৫ মিনিটে বিশেষ ট্রেন চালাবে। এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে কবি সুভাষ এবং আর একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। দু’টি ট্রেন একই সময়ে ছাড়বে। দু’ দিকের ট্রেনই গন্তব্যে পৌঁছোবে রাত ১২-৪৮ মিনিটে। প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন। মেট্রোকার্ড তো ব্যবহার করা যাবেই।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মেট্রোও একই সময়ে অর্থাৎ রাত ১২-১৫ মিনিটেই ছাড়বে। আট মিনিট পরে ট্রেন হাওড়া ময়দান পৌঁছোবে।

তবে মেট্রোর এই বিশেষ পরিষেবার জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। সাধারণ ভাড়ার উপরে আরও ১০ টাকা করে দিতে হবে। অর্থাৎ এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যেতে লাগে ২০ টাকা। কিন্তু শনিবার মাঝরাতে লাগবে ৩০ টাকা।

ছবি: সঞ্জয় হাজরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version