ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষাবিভাগ বিলুপ্তির লক্ষ্যে বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ স্টেট গভর্মেন্টের হাতে তুলে দেওয়া হলে তা আরও কার্যকর হবে।
হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ট্রাম্প শিক্ষার্থীদের সঙ্গে বসে এই আদেশে স্বাক্ষর করেন এবং বলেন, “আমরা শিক্ষাবিভাগকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। এটি আমাদের কোনো উপকারে আসছে না।”
ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের একটি প্রধান লক্ষ্য ছিল। তারা চেয়েছিল, ফেডারেল সরকারের পরিবর্তে রাজ্যগুলির হাতে শিক্ষার নিয়ন্ত্রণ দেওয়া হোক।
ফেডারেল শিক্ষাবিভাগ বিলুপ্তির পরিকল্পনা
ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, মার্কিন শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমাহনকে “শিক্ষাবিভাগের কার্যক্রম বন্ধ করতে এবং শিক্ষার দায়িত্ব রাজ্যগুলির হাতে ফিরিয়ে দিতে” প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এই বিভাগ পুরোপুরি বিলুপ্ত করা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প প্রশাসন বিভাগের বাজেট ও কর্মীসংখ্যা হ্রাসের মাধ্যমে কার্যত একে অকার্যকর করার পরিকল্পনা করছে।
প্রতিবাদ ও সমর্থন
এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন ডেমোক্র্যাটরা। সিনেটের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট চاك শুমার একে “একনায়কতান্ত্রিক ক্ষমতা দখলের চেষ্টা” বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, রিপাবলিকান শাসিত রাজ্যের গভর্নররা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ
বর্তমানে মার্কিন শিক্ষা ব্যবস্থার মাত্র ১৩% অর্থায়ন ফেডারেল সরকারের কাছ থেকে আসে। তবে এটি কম আয়ের স্কুল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং রাজ্যগুলির মধ্যে শিক্ষানীতির ক্ষেত্রে ব্যাপক বৈষম্য তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।