Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: শহরে আরসিবি, কেকেআর-এর বিরুদ্ধে শনিবারের ম্যাচের জন্য মাঝরাতে মেট্রো

আইপিএল ২০২৫: শহরে আরসিবি, কেকেআর-এর বিরুদ্ধে শনিবারের ম্যাচের জন্য মাঝরাতে মেট্রো

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: শনিবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। নিয়ম অনুযায়ী আগের বারের চ্যাম্পিয়ন দলকে দিয়ে তাদের ঘরের মাঠেই উদ্বোধন হয় পরের বারের আইপিএল-এর। গতবারের চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাই তাদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শনিবার তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরে যেতে সমস্যা না হয়, তার জন্য কলকাতা মেট্রো মাঝরাতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে।  

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দু’টি লাইনে চলবে পরিষেবা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার। তবে এর জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। সিএবি-র অনুরোধমতো এই অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ শনিবার ম্যাচের পরে রাত রাত ১২.১৫ মিনিটে বিশেষ ট্রেন চালাবে। এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে কবি সুভাষ এবং আর একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। দু’টি ট্রেন একই সময়ে ছাড়বে। দু’ দিকের ট্রেনই গন্তব্যে পৌঁছোবে রাত ১২-৪৮ মিনিটে। প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন। মেট্রোকার্ড তো ব্যবহার করা যাবেই।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মেট্রোও একই সময়ে অর্থাৎ রাত ১২-১৫ মিনিটেই ছাড়বে। আট মিনিট পরে ট্রেন হাওড়া ময়দান পৌঁছোবে।

তবে মেট্রোর এই বিশেষ পরিষেবার জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। সাধারণ ভাড়ার উপরে আরও ১০ টাকা করে দিতে হবে। অর্থাৎ এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যেতে লাগে ২০ টাকা। কিন্তু শনিবার মাঝরাতে লাগবে ৩০ টাকা।

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...